Ajker Patrika

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

শরীয়তপুর প্রতিনিধি
যুবদল নেতা রোকন সরদার। ছবি: সংগৃহীত
যুবদল নেতা রোকন সরদার। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের বিভিন্ন এলাকায় জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার নির্মাণ ও মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে জেলার সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ করা হলে সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের পাটানিগাঁও এলাকায় সম্প্রতি একাধিক ভেকু মেশিন দিয়ে জোর করে ধানের জমিতে মৎস্য খামার নির্মাণ করছেন যুবদল নেতা রোকন সরদার।

শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামের নুরু সরদারের ছেলে রোকন সরদারের বিরুদ্ধে দফায় দফায় জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা।

ফসল নষ্ট করে মাছের খামার নির্মাণ করায় রোকন সরদারের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার করা হয়।

সংবাদ প্রকাশের জেরে অবশেষে সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় যুবদল নেতাকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে ভেকু ব্যবসায়ী রোকন সরদারকে গ্রেপ্তারের খবরে ও তাঁর বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের স্মারকলিপি দিয়েছেন শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামের ভুক্তভোগী কৃষকেরা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী কৃষক মোবারক ব্যাপারী, নিপা আক্তার, বাবর আলী মাদবর, রিপা বেগম, মো. খোকন মোল্যা, সামাদ শেখ প্রমুখ।

কৃষক মোবারক ব্যাপারী বলেন, ‘আমাদের ছয় পরিবারের ৯.৪৫ একর কৃষিজমি জোর করে কেটে মাছের খামার নির্মাণ করছেন ভেকু ব্যবসায়ী রোকন সরদার। আমরা নিষেধ করা সত্ত্বেও তাকে কিছুতেই থামানো যাচ্ছে না। আমরা জমিতে ধান রোপণ করেছি। সেই রোপণ করা বোরো ধান কীটনাশক দিয়ে নষ্ট করে ফেলেছে রোকন সরদার। আমরা তার বিচার দাবি করছি।’

রিপা বেগম বলেন, ‘রোকন সরদার জোর করে আমাদের ফসলি জমি কেটে মাছের খামার করছে। তার লোকজন রামদা নিয়ে বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করে। তাদের ভয়ে আমরা কিছু বলার সাহস পাই না। আমরা তার বিচার চাই।’

ভেকু দিয়ে কাটা হয় ফসলি জমি
ভেকু দিয়ে কাটা হয় ফসলি জমি

বাবর আলী মাদবর বলেন, ‘রাত হলেই রোকন সরদারের একাধিক ভেকু মেশিন ফসলি জমিতে দাপিয়ে বেড়ায়। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে রাশেদ সরদার, আরিফ মাদবর, আজিজুল শিকদারসহ অনেকে। আমরা তাদের বিচার দাবি করছি।’

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগী কৃষকেরা।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ভেকু দিয়ে জোরপূর্বক ফসলি জমিতে মাছের খামার করার অভিযোগে রোকন সরদার নামের একজনকে আটক করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন বলেন, পাটানিগাঁও গ্রামে ফসলি জমি কেটে মাছের খামার করার দায়ে রোকন সরদারকে জরিমানা করার পর ভেকু জব্দ করা হয়েছিল। এরপর আবারও সে একই কাজ করছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। ফসলি জমি কাটার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত