নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আকতারুল ইসলাম বলেন, রাজউকে নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদের একই কর্মস্থলে দায়িত্ব পালন, ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, রাজউকের ইমারত পরিদর্শক ও অথরাইজড অফিসারসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন, দুর্নীতির সিন্ডিকেট গঠন, ঘুষের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ভবনের ছাড়পত্র ও নকশা প্রদান এবং ভবন ভাঙার নোটিশ দিয়ে বাণিজ্যসহ অন্যান্য অনিয়মের অভিযোগ আসে দুদকের হটলাইনে (১০৬)।
সেই অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটির প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট সরেজমিনে রাজউক ভবন পরিদর্শন করে। এ সময় টিমের সদস্যরা রাজউকের প্রশাসন বিভাগের পরিচালকের কাছ থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। এ ছাড়া অভিযানকালে অভিযোগের বিষয়ে অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য, রেকর্ডপত্র ও গৃহীত বক্তব্য পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।
তবে দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, যে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে তার কিছুই পাওয়া যায়নি। একজন রাজউক কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের অভিযোগ ছিল। কিন্তু দুদকের অভিযানের আগেই তাকে কর্মস্থল বদলি করা হয়। এ ছাড়া ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হলেও কাউকে সুনির্দিষ্টভাবে ধরা যায়নি।
দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এবং এ কে এম মর্তুজা আলী সাগর।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আকতারুল ইসলাম বলেন, রাজউকে নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদের একই কর্মস্থলে দায়িত্ব পালন, ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, রাজউকের ইমারত পরিদর্শক ও অথরাইজড অফিসারসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন, দুর্নীতির সিন্ডিকেট গঠন, ঘুষের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ভবনের ছাড়পত্র ও নকশা প্রদান এবং ভবন ভাঙার নোটিশ দিয়ে বাণিজ্যসহ অন্যান্য অনিয়মের অভিযোগ আসে দুদকের হটলাইনে (১০৬)।
সেই অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটির প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট সরেজমিনে রাজউক ভবন পরিদর্শন করে। এ সময় টিমের সদস্যরা রাজউকের প্রশাসন বিভাগের পরিচালকের কাছ থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। এ ছাড়া অভিযানকালে অভিযোগের বিষয়ে অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য, রেকর্ডপত্র ও গৃহীত বক্তব্য পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।
তবে দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, যে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে তার কিছুই পাওয়া যায়নি। একজন রাজউক কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের অভিযোগ ছিল। কিন্তু দুদকের অভিযানের আগেই তাকে কর্মস্থল বদলি করা হয়। এ ছাড়া ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হলেও কাউকে সুনির্দিষ্টভাবে ধরা যায়নি।
দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এবং এ কে এম মর্তুজা আলী সাগর।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৮ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
১ ঘণ্টা আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে