নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আকতারুল ইসলাম বলেন, রাজউকে নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদের একই কর্মস্থলে দায়িত্ব পালন, ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, রাজউকের ইমারত পরিদর্শক ও অথরাইজড অফিসারসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন, দুর্নীতির সিন্ডিকেট গঠন, ঘুষের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ভবনের ছাড়পত্র ও নকশা প্রদান এবং ভবন ভাঙার নোটিশ দিয়ে বাণিজ্যসহ অন্যান্য অনিয়মের অভিযোগ আসে দুদকের হটলাইনে (১০৬)।
সেই অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটির প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট সরেজমিনে রাজউক ভবন পরিদর্শন করে। এ সময় টিমের সদস্যরা রাজউকের প্রশাসন বিভাগের পরিচালকের কাছ থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। এ ছাড়া অভিযানকালে অভিযোগের বিষয়ে অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য, রেকর্ডপত্র ও গৃহীত বক্তব্য পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।
তবে দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, যে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে তার কিছুই পাওয়া যায়নি। একজন রাজউক কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের অভিযোগ ছিল। কিন্তু দুদকের অভিযানের আগেই তাকে কর্মস্থল বদলি করা হয়। এ ছাড়া ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হলেও কাউকে সুনির্দিষ্টভাবে ধরা যায়নি।
দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এবং এ কে এম মর্তুজা আলী সাগর।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আকতারুল ইসলাম বলেন, রাজউকে নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদের একই কর্মস্থলে দায়িত্ব পালন, ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, রাজউকের ইমারত পরিদর্শক ও অথরাইজড অফিসারসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন, দুর্নীতির সিন্ডিকেট গঠন, ঘুষের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ভবনের ছাড়পত্র ও নকশা প্রদান এবং ভবন ভাঙার নোটিশ দিয়ে বাণিজ্যসহ অন্যান্য অনিয়মের অভিযোগ আসে দুদকের হটলাইনে (১০৬)।
সেই অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটির প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট সরেজমিনে রাজউক ভবন পরিদর্শন করে। এ সময় টিমের সদস্যরা রাজউকের প্রশাসন বিভাগের পরিচালকের কাছ থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। এ ছাড়া অভিযানকালে অভিযোগের বিষয়ে অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য, রেকর্ডপত্র ও গৃহীত বক্তব্য পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।
তবে দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, যে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে তার কিছুই পাওয়া যায়নি। একজন রাজউক কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের অভিযোগ ছিল। কিন্তু দুদকের অভিযানের আগেই তাকে কর্মস্থল বদলি করা হয়। এ ছাড়া ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হলেও কাউকে সুনির্দিষ্টভাবে ধরা যায়নি।
দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এবং এ কে এম মর্তুজা আলী সাগর।
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে