গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে এক পোশাককর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার চান্দু মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এরপর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
ওই নারীর নাম আরজিনা এলাইচ লিজা (৩০)। তিনি টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার আনছার আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম মো. মাসুদ রানা। মাসুদ রানা একই থানা এলাকার সুপু মিয়ার ছেলে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, লিজার স্বামী মো. মাসুদ রানা পেশায় রংমিস্ত্রি। লিজা কোনাবাড়ী এলাকার তুসুকা নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। রোববার ভোরে গোঙানির শব্দে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন ঘরে গিয়ে লিজাকে রক্তাক্ত অবস্থায় পায়।
পরে তাঁকে কোনাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে লিজাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লিজার স্বামী মাসুদ পলাতক রয়েছেন।
ওসি আরও জানান, মাসুদ রংমিস্ত্রি হলেও কোনো কাজ করতেন না। তাঁদের দুটি সন্তান টাঙ্গাইলে নানুর কাছে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ভোরে চাকু দিয়ে গলায় আঘাত করে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে স্বজনেরা আভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে এক পোশাককর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার চান্দু মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এরপর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
ওই নারীর নাম আরজিনা এলাইচ লিজা (৩০)। তিনি টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার আনছার আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম মো. মাসুদ রানা। মাসুদ রানা একই থানা এলাকার সুপু মিয়ার ছেলে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, লিজার স্বামী মো. মাসুদ রানা পেশায় রংমিস্ত্রি। লিজা কোনাবাড়ী এলাকার তুসুকা নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। রোববার ভোরে গোঙানির শব্দে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন ঘরে গিয়ে লিজাকে রক্তাক্ত অবস্থায় পায়।
পরে তাঁকে কোনাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে লিজাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লিজার স্বামী মাসুদ পলাতক রয়েছেন।
ওসি আরও জানান, মাসুদ রংমিস্ত্রি হলেও কোনো কাজ করতেন না। তাঁদের দুটি সন্তান টাঙ্গাইলে নানুর কাছে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ভোরে চাকু দিয়ে গলায় আঘাত করে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে স্বজনেরা আভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
১ সেকেন্ড আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৫ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩০ মিনিট আগে