নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাত হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাত ডাকাত বলে মসজিদের মাইক থেকে ভেসে আসে ঘোষণা। অনেক এলাকায় বসানো হয়েছে পাহারা। পুলিশ মাঠে না থাকায় এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। রাতভর চলছে ‘নাগরিক টহল’। গত বুধবার রাতে মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুর এলাকা থেকে ৪৬ জনকে আটকের খবর পাওয়া গেছে।
বুধবার রাতে যাদের আটক করা হয়েছে, তাদের বেশির ভাগই বয়সে তরুণ ও কিশোর। তাদের সবাইকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন বাসিন্দারা।
সোমবার ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতা চালায় বিক্ষুব্ধ জনতা। দিশেহারা হয়ে থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা। থানা লুট করে নেওয়া হয় অস্ত্র-গোলাবারুদও।
এরপরই রাজধানীজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাত আতঙ্কে পাড়া-মহল্লায় মাইকিং করা হচ্ছে। আতঙ্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ নিজ নিজ এলাকার ভিডিও ও ছবি পোস্ট করছেন। এতে আরও আতঙ্ক ছড়ায়।
গত দুই দিনে ডাকাতির অভিযোগ রয়েছে রাজধানীর এমন তিনটি এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুরের বছিলা ব্রিজসংলগ্ন বুড়িগঙ্গা তীরের পাশে গড়ে ওঠা নতুন দুটি হাউজিংয়ের কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া দোকান, শোরুম এবং এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। কিছু দোকানে চুরিও হয়েছে। অপরদিকে গণছিনতাইয়ের ঘটনাও ঘটছে।
বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে স্বপ্ন সুপার শপের পাশের একটি দোকানে ডাকাতি হয়। স্থানীয় লোকজন সেই খবর পেয়ে মাইকিং করে। এরপর স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দেয়। মুদিদোকানি শাহীন বলেন, তাঁর দোকানের তালা ভেঙে রাত ১২টার দিকে ডাকাতেরা সব নিয়ে যায়। তাদের হাতে দেশীয় অস্ত্র রামদা, চাপাতি ছিল।
মোহাম্মদপুরসংলগ্ন আরশিনগর, আঁটিবাজার, নয়াবাজার, বছিলা, বছিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেখেরটেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ এলাকা, শনির আখড়া, মিরপুরের পল্লবী, মিরপুর ১০, ইসিবি চত্বর এলাকা, উত্তরার ৮, ৯, ১০ ও ১১ নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতি আতঙ্কের খবর ছড়িয়ে পড়ে বুধবার রাতে। এসব এলাকা থেকে ২৯ জনকে আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেন স্থানীয় লোকজন।
মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বাসিন্দা রুহানী জানান, বছিলা মেট্রো হাউজিং ও সিটি হাউজিংয়ে ডাকাত ঢুকেছিল। এ সময় কয়েকটা বাসা থেকে অস্ত্র ধরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এরপর সেনা সদস্যরা চলে আসায় আবার সিটি হাউজিংয়ে ঢুকে পড়ে। তবে সিটি হাউজিংয়ের কারও বাসায় ঢুকতে পারেনি। এর আগেই এলাকাবাসীরা দুজনকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়।
মিরপুর ইসিবি চত্বরে ডাকাতির চেষ্টার সময় দুজনকে আটকের কথা জানিয়েছেন, ঢাকায় কর্মরত সাংবাদিক মেরিনা মিতু। তাঁর সামনেই ডাকাতেরা ডাকাতির চেষ্টা করলে তাঁরা প্রতিহত করেন।
রাত হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাত ডাকাত বলে মসজিদের মাইক থেকে ভেসে আসে ঘোষণা। অনেক এলাকায় বসানো হয়েছে পাহারা। পুলিশ মাঠে না থাকায় এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। রাতভর চলছে ‘নাগরিক টহল’। গত বুধবার রাতে মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুর এলাকা থেকে ৪৬ জনকে আটকের খবর পাওয়া গেছে।
বুধবার রাতে যাদের আটক করা হয়েছে, তাদের বেশির ভাগই বয়সে তরুণ ও কিশোর। তাদের সবাইকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন বাসিন্দারা।
সোমবার ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতা চালায় বিক্ষুব্ধ জনতা। দিশেহারা হয়ে থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা। থানা লুট করে নেওয়া হয় অস্ত্র-গোলাবারুদও।
এরপরই রাজধানীজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাত আতঙ্কে পাড়া-মহল্লায় মাইকিং করা হচ্ছে। আতঙ্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ নিজ নিজ এলাকার ভিডিও ও ছবি পোস্ট করছেন। এতে আরও আতঙ্ক ছড়ায়।
গত দুই দিনে ডাকাতির অভিযোগ রয়েছে রাজধানীর এমন তিনটি এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুরের বছিলা ব্রিজসংলগ্ন বুড়িগঙ্গা তীরের পাশে গড়ে ওঠা নতুন দুটি হাউজিংয়ের কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া দোকান, শোরুম এবং এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। কিছু দোকানে চুরিও হয়েছে। অপরদিকে গণছিনতাইয়ের ঘটনাও ঘটছে।
বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে স্বপ্ন সুপার শপের পাশের একটি দোকানে ডাকাতি হয়। স্থানীয় লোকজন সেই খবর পেয়ে মাইকিং করে। এরপর স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দেয়। মুদিদোকানি শাহীন বলেন, তাঁর দোকানের তালা ভেঙে রাত ১২টার দিকে ডাকাতেরা সব নিয়ে যায়। তাদের হাতে দেশীয় অস্ত্র রামদা, চাপাতি ছিল।
মোহাম্মদপুরসংলগ্ন আরশিনগর, আঁটিবাজার, নয়াবাজার, বছিলা, বছিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেখেরটেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ এলাকা, শনির আখড়া, মিরপুরের পল্লবী, মিরপুর ১০, ইসিবি চত্বর এলাকা, উত্তরার ৮, ৯, ১০ ও ১১ নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতি আতঙ্কের খবর ছড়িয়ে পড়ে বুধবার রাতে। এসব এলাকা থেকে ২৯ জনকে আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেন স্থানীয় লোকজন।
মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বাসিন্দা রুহানী জানান, বছিলা মেট্রো হাউজিং ও সিটি হাউজিংয়ে ডাকাত ঢুকেছিল। এ সময় কয়েকটা বাসা থেকে অস্ত্র ধরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এরপর সেনা সদস্যরা চলে আসায় আবার সিটি হাউজিংয়ে ঢুকে পড়ে। তবে সিটি হাউজিংয়ের কারও বাসায় ঢুকতে পারেনি। এর আগেই এলাকাবাসীরা দুজনকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়।
মিরপুর ইসিবি চত্বরে ডাকাতির চেষ্টার সময় দুজনকে আটকের কথা জানিয়েছেন, ঢাকায় কর্মরত সাংবাদিক মেরিনা মিতু। তাঁর সামনেই ডাকাতেরা ডাকাতির চেষ্টা করলে তাঁরা প্রতিহত করেন।
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩১ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
১ ঘণ্টা আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
১ ঘণ্টা আগে