নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাত হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাত ডাকাত বলে মসজিদের মাইক থেকে ভেসে আসে ঘোষণা। অনেক এলাকায় বসানো হয়েছে পাহারা। পুলিশ মাঠে না থাকায় এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। রাতভর চলছে ‘নাগরিক টহল’। গত বুধবার রাতে মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুর এলাকা থেকে ৪৬ জনকে আটকের খবর পাওয়া গেছে।
বুধবার রাতে যাদের আটক করা হয়েছে, তাদের বেশির ভাগই বয়সে তরুণ ও কিশোর। তাদের সবাইকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন বাসিন্দারা।
সোমবার ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতা চালায় বিক্ষুব্ধ জনতা। দিশেহারা হয়ে থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা। থানা লুট করে নেওয়া হয় অস্ত্র-গোলাবারুদও।
এরপরই রাজধানীজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাত আতঙ্কে পাড়া-মহল্লায় মাইকিং করা হচ্ছে। আতঙ্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ নিজ নিজ এলাকার ভিডিও ও ছবি পোস্ট করছেন। এতে আরও আতঙ্ক ছড়ায়।
গত দুই দিনে ডাকাতির অভিযোগ রয়েছে রাজধানীর এমন তিনটি এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুরের বছিলা ব্রিজসংলগ্ন বুড়িগঙ্গা তীরের পাশে গড়ে ওঠা নতুন দুটি হাউজিংয়ের কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া দোকান, শোরুম এবং এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। কিছু দোকানে চুরিও হয়েছে। অপরদিকে গণছিনতাইয়ের ঘটনাও ঘটছে।
বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে স্বপ্ন সুপার শপের পাশের একটি দোকানে ডাকাতি হয়। স্থানীয় লোকজন সেই খবর পেয়ে মাইকিং করে। এরপর স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দেয়। মুদিদোকানি শাহীন বলেন, তাঁর দোকানের তালা ভেঙে রাত ১২টার দিকে ডাকাতেরা সব নিয়ে যায়। তাদের হাতে দেশীয় অস্ত্র রামদা, চাপাতি ছিল।
মোহাম্মদপুরসংলগ্ন আরশিনগর, আঁটিবাজার, নয়াবাজার, বছিলা, বছিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেখেরটেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ এলাকা, শনির আখড়া, মিরপুরের পল্লবী, মিরপুর ১০, ইসিবি চত্বর এলাকা, উত্তরার ৮, ৯, ১০ ও ১১ নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতি আতঙ্কের খবর ছড়িয়ে পড়ে বুধবার রাতে। এসব এলাকা থেকে ২৯ জনকে আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেন স্থানীয় লোকজন।
মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বাসিন্দা রুহানী জানান, বছিলা মেট্রো হাউজিং ও সিটি হাউজিংয়ে ডাকাত ঢুকেছিল। এ সময় কয়েকটা বাসা থেকে অস্ত্র ধরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এরপর সেনা সদস্যরা চলে আসায় আবার সিটি হাউজিংয়ে ঢুকে পড়ে। তবে সিটি হাউজিংয়ের কারও বাসায় ঢুকতে পারেনি। এর আগেই এলাকাবাসীরা দুজনকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়।
মিরপুর ইসিবি চত্বরে ডাকাতির চেষ্টার সময় দুজনকে আটকের কথা জানিয়েছেন, ঢাকায় কর্মরত সাংবাদিক মেরিনা মিতু। তাঁর সামনেই ডাকাতেরা ডাকাতির চেষ্টা করলে তাঁরা প্রতিহত করেন।
রাত হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাত ডাকাত বলে মসজিদের মাইক থেকে ভেসে আসে ঘোষণা। অনেক এলাকায় বসানো হয়েছে পাহারা। পুলিশ মাঠে না থাকায় এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। রাতভর চলছে ‘নাগরিক টহল’। গত বুধবার রাতে মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুর এলাকা থেকে ৪৬ জনকে আটকের খবর পাওয়া গেছে।
বুধবার রাতে যাদের আটক করা হয়েছে, তাদের বেশির ভাগই বয়সে তরুণ ও কিশোর। তাদের সবাইকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন বাসিন্দারা।
সোমবার ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতা চালায় বিক্ষুব্ধ জনতা। দিশেহারা হয়ে থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা। থানা লুট করে নেওয়া হয় অস্ত্র-গোলাবারুদও।
এরপরই রাজধানীজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাত আতঙ্কে পাড়া-মহল্লায় মাইকিং করা হচ্ছে। আতঙ্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ নিজ নিজ এলাকার ভিডিও ও ছবি পোস্ট করছেন। এতে আরও আতঙ্ক ছড়ায়।
গত দুই দিনে ডাকাতির অভিযোগ রয়েছে রাজধানীর এমন তিনটি এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুরের বছিলা ব্রিজসংলগ্ন বুড়িগঙ্গা তীরের পাশে গড়ে ওঠা নতুন দুটি হাউজিংয়ের কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া দোকান, শোরুম এবং এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। কিছু দোকানে চুরিও হয়েছে। অপরদিকে গণছিনতাইয়ের ঘটনাও ঘটছে।
বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে স্বপ্ন সুপার শপের পাশের একটি দোকানে ডাকাতি হয়। স্থানীয় লোকজন সেই খবর পেয়ে মাইকিং করে। এরপর স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দেয়। মুদিদোকানি শাহীন বলেন, তাঁর দোকানের তালা ভেঙে রাত ১২টার দিকে ডাকাতেরা সব নিয়ে যায়। তাদের হাতে দেশীয় অস্ত্র রামদা, চাপাতি ছিল।
মোহাম্মদপুরসংলগ্ন আরশিনগর, আঁটিবাজার, নয়াবাজার, বছিলা, বছিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেখেরটেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ এলাকা, শনির আখড়া, মিরপুরের পল্লবী, মিরপুর ১০, ইসিবি চত্বর এলাকা, উত্তরার ৮, ৯, ১০ ও ১১ নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতি আতঙ্কের খবর ছড়িয়ে পড়ে বুধবার রাতে। এসব এলাকা থেকে ২৯ জনকে আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেন স্থানীয় লোকজন।
মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বাসিন্দা রুহানী জানান, বছিলা মেট্রো হাউজিং ও সিটি হাউজিংয়ে ডাকাত ঢুকেছিল। এ সময় কয়েকটা বাসা থেকে অস্ত্র ধরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এরপর সেনা সদস্যরা চলে আসায় আবার সিটি হাউজিংয়ে ঢুকে পড়ে। তবে সিটি হাউজিংয়ের কারও বাসায় ঢুকতে পারেনি। এর আগেই এলাকাবাসীরা দুজনকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়।
মিরপুর ইসিবি চত্বরে ডাকাতির চেষ্টার সময় দুজনকে আটকের কথা জানিয়েছেন, ঢাকায় কর্মরত সাংবাদিক মেরিনা মিতু। তাঁর সামনেই ডাকাতেরা ডাকাতির চেষ্টা করলে তাঁরা প্রতিহত করেন।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৯ মিনিট আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
১৩ মিনিট আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
১৮ মিনিট আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
২২ মিনিট আগে