নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
বঙ্গবাজারের আগুন পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও লেগেছিল। ব্যারাকটি আগুনে পুড়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আগুন নিয়ন্ত্রণের পর আজ বেলা সোয়া তিনটার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, ‘পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও আগুন লেগেছিল। সেখানে থাকা আমাদের সকল সদস্য নিরাপদে বের হতে পেরেছে। মালামাল বের করা যায়নি। তবে ডকুমেন্টস ও মালামাল কী কী ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে হবে।’
আইজিপি আরও বলেন, ‘আমরা ভোরবেলা আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে সাতটার মধ্যে সকল সিনিয়র অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। আমরা এসে মারাত্মক আগুন দেখি, ফায়ার সার্ভিস চারদিক থেকে কাজ করছে। আমরাও রাজারবাগ থেকে ৫টা ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় ২ লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি, আমাদের প্রায় ২ হাজার ফোর্স অত্র এলাকায় দায়িত্ব পালন করেছে।’
ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘র্যাব-বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছে। সবকিছু মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণের খবর পেয়েছি।’
ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নাশকতার কোনো ঘটনা ঘটে থাকলে কমিটির তদন্তে বের হয়ে আসবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে বলে জানান তিনি।
বঙ্গবাজারের আগুন পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও লেগেছিল। ব্যারাকটি আগুনে পুড়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আগুন নিয়ন্ত্রণের পর আজ বেলা সোয়া তিনটার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, ‘পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও আগুন লেগেছিল। সেখানে থাকা আমাদের সকল সদস্য নিরাপদে বের হতে পেরেছে। মালামাল বের করা যায়নি। তবে ডকুমেন্টস ও মালামাল কী কী ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে হবে।’
আইজিপি আরও বলেন, ‘আমরা ভোরবেলা আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে সাতটার মধ্যে সকল সিনিয়র অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। আমরা এসে মারাত্মক আগুন দেখি, ফায়ার সার্ভিস চারদিক থেকে কাজ করছে। আমরাও রাজারবাগ থেকে ৫টা ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় ২ লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি, আমাদের প্রায় ২ হাজার ফোর্স অত্র এলাকায় দায়িত্ব পালন করেছে।’
ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘র্যাব-বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছে। সবকিছু মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণের খবর পেয়েছি।’
ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নাশকতার কোনো ঘটনা ঘটে থাকলে কমিটির তদন্তে বের হয়ে আসবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে বলে জানান তিনি।
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।
৩ মিনিট আগেসমাপনী অনুষ্ঠানে বলা হয়, গত ২৫ জুন থেকে শুরু হওয়া মাসব্যাপী বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। এতে মোট ১১২টি স্টল অংশ নেয়। এর মধ্যে সরকারি ৮টি, বেসরকারি ৮টি, সিঙ্গেল নার্সারি ৯২টি এবং ১৮টি ডাবল নার্সারি ছিল। বিক্রি হওয়া চারার মধ্যে ফলজ ছিল ৩ লাখ ৩৭ হাজার ৬৪০, বনজ ২ লাখ ৪৮ হাজার
৬ মিনিট আগেমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ১২ ও ১৬ বছরের দুই শিশুকে মারধরের পর চুরি মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই শিশুকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের সময় শিশুদের হাতে হাতকড়া পরিয়ে থানায় আনা হয়।
৮ মিনিট আগেজানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
১৫ মিনিট আগে