Ajker Patrika

সরকার ভালো চলছে না, কারও কোনো দায়িত্ববোধ নাই: কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৮: ৫৬
Thumbnail image

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘সরকার ভালো চলছে না। কারও কোনো দায়িত্ববোধ নাই। যারা রাষ্ট্র চালায়, তাদের অধিকাংশ লোককেই ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত।’ আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্যাতিত এক নারীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের মানুষ বরই খেয়ে ইফতার করবে, আর যাদের অর্থবিত্ত আছে তারা খেজুর খাবে। ওরা মুরগির রান খাবে, ঠ্যাং খাবে।’ তিনি বলেন, ‘এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তা দরকার। জনগণ কিন্তু সত্যিকার অর্থেই হতাশ হয়ে পড়েছে। আমরা জনগণকে উৎসাহিত করতে পারি নাই।’

বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের বিচার না হওয়ার কারণ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘কী করব! বঙ্গবন্ধু মরে গেছেন। মওলানা ভাসানী নাই। এখন আমাদের কথা কে শুনবে। আমরা মরে গেলে হয়তো শুনবে।’

হাসপাতালে এক নির্যাতিত নারীকে দেখতে গিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি সব সময় প্রতিবাদ করি। এই যে আজ এসেছি, একজন নারীকে অপমান করা হয়েছে এর প্রতিবাদ করতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত