Ajker Patrika

সিরাজদিখানে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মুন্সিগঞ্জে সিরাজদিখানে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। আজ রোববার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

সংবাদ প্রকাশ করায় দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি মো. আরিফ হোসেন হারিছের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি করেন তাঁরা। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানান। 

মানববন্ধনকারীরা বলেন, অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকেরা মামলা-হামলার শিকার হচ্ছেন। আমরা এসব অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সাংবাদিক আরিফ হোসেন হারিছসহসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই। 

সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন—প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ইমতিয়াজ উদ্দিন বাবুল, প্রেসক্লাবের সহসভাপতি সালাহউদ্দিন সালমান, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়ের প্রমুখ। 

উল্লেখ্য, সিরাজদিখান-বালুচর প্রধান সড়কের সঙ্গে সংযোগ করা নতুন ভাষানচর ব্রিজ সংলগ্ন একটি ইটের রাস্তার মাঝে পিলার স্থাপন করায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় মৃত আমির হোসেন হেনার ছেলে হাবিবুল্লাহ হেনা ও সাফায়েত উল্লা হেনাসহ কয়েক জন। পরে পিলার স্থাপনের বিষয়টি নিয়ে ঘটনাকে কেন্দ্র করে মীর ও বেপারী বংশের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে তথ্য তুলে ধরে সংবাদ প্রচার করলে সাংবাদিক আরিফ হোসেন হারিছকে আসামি করে মীর বংশের মাকসুদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত