Ajker Patrika

ইজতেমা ময়দানে মোবাইল ফোন নেটওয়ার্কে বিপর্যয়, ভোগান্তিতে মুসল্লিরা

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ১৯
ইজতেমা ময়দানে মোবাইল ফোন নেটওয়ার্কে বিপর্যয়, ভোগান্তিতে মুসল্লিরা

শুরায়ে নিজামের তত্ত্বাবধানে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। এরই মধ্যে দেশ-বিদেশের লাখো মুসল্লির আগমনে মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান। তবে এখানে ভোগান্তিতে পড়েছেন মোবাইল ফোন ব্যবহারকারী মুসল্লিরা। ময়দানে অধিকাংশ সময় পাওয়া যাচ্ছে না নেটওয়ার্ক। 

দেখা গেছে, প্রায় সব মোবাইল ফোন অপারেটরের একই অবস্থা। কল ড্রপসহ ইন্টারনেটের গতিও তুলনামূলক কম। তাই ভোগান্তিতে পড়েছেন মোবাইল ফোন ব্যবহারকারী কয়েক লাখ মুসল্লি। এ ছাড়া সংবাদকর্মীরাও তথ্য আদান-প্রদানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। 

ইজতেমা ময়দানের প্রয়োজনীয় তথ্যের জন্য দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এবং দায়িত্বশীল মুরব্বিদের সঙ্গে যোগাযোগেও বেগ পেতে হচ্ছে। ফলে বয়ান, মুসল্লিদের অসুস্থতা ও মৃত্যুর তথ্য সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না। 

ইজতেমায় আসা মুসল্লি আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ থেকে আমরা ইজতেমায় এসেছি দুই দিন হয়েছে। মূল বয়ান মঞ্চের বাঁ পাশে আমাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছি। কিন্তু বাড়িতে ঠিকভাবে কথা বলতে পারছি না। নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে কথা বলতে গেলেও বলা যাচ্ছে না।’ 

শুরায়ে নিজামের তত্ত্বাবধানে ৫৭ তম বিশ্ব ইজতেমা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ জেলা থেকে ১৯ জনের একটি জামাত এসেছে ইজতেমায়। তাঁদের মুখপাত্র বলেন, ‘আমরা মোবাইল ফোনে কথা বলতে পারছি না। বাড়িতে কথা বলতে গিয়ে ময়দানের বাইরে গিয়েছি দুবার। ময়দানের বাইরে গেলে নেটওয়ার্ক পাওয়া যায়।’ 

এ বিষয়ে দীর্ঘ সময় পর ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানের সঙ্গে যোগাযোগ করা গেলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লাখ লাখ মানুষ পাশাপাশি অবস্থান করায় এবং মাঠের আশপাশে টাওয়ার তুলনামূলক কম থাকায় এ সমস্যা হচ্ছে। আগামীতে এ বিষয়ে কোম্পানিগুলোকে চিঠি দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত