নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি ঝরেছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে। মিরপুর-১ নম্বরে তলিয়ে যাওয়া রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে একই পরিবারে তিন সদস্যসহ চারজন। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন।
রাত সাড়ে ১২টার দিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি ঘটে মিরপুরের শিয়ালবাড়ী এলাকায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। নিহতরা হলেন—মো. মিজান (৩০), তাঁর স্ত্রী মুক্তা বেগম (২৫) এবং তাঁদের মেয়ে লিমা (৭)। এই দম্পতির ছয় মাস বয়সী ছেলে হোসাইনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ অনীক (২০) নামের এক তরুণ। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা।
প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা যায়, বিদ্যুতায়িত হয়ে আহত কয়েকজনকে রাত সাড়ে ১১টার দিকে একটি পিকআপে ত্রিপল দিয়ে ঢেকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজন মারা গেছে, বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একটানা বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখী লোকজন।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাত ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, তেজগাঁও, বেগম রোকেয়া সরণিতে কয়েক শ গাড়ি আটকা পড়ে।
রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি ঝরেছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে। মিরপুর-১ নম্বরে তলিয়ে যাওয়া রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে একই পরিবারে তিন সদস্যসহ চারজন। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন।
রাত সাড়ে ১২টার দিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি ঘটে মিরপুরের শিয়ালবাড়ী এলাকায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। নিহতরা হলেন—মো. মিজান (৩০), তাঁর স্ত্রী মুক্তা বেগম (২৫) এবং তাঁদের মেয়ে লিমা (৭)। এই দম্পতির ছয় মাস বয়সী ছেলে হোসাইনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ অনীক (২০) নামের এক তরুণ। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা।
প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা যায়, বিদ্যুতায়িত হয়ে আহত কয়েকজনকে রাত সাড়ে ১১টার দিকে একটি পিকআপে ত্রিপল দিয়ে ঢেকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজন মারা গেছে, বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একটানা বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখী লোকজন।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাত ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, তেজগাঁও, বেগম রোকেয়া সরণিতে কয়েক শ গাড়ি আটকা পড়ে।
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে