Ajker Patrika

নরসিংদীতে আরও ৪২ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, নরসিংদী
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৩: ৫৫
নরসিংদীতে আরও ৪২ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৬৮। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষায় ২৭ জন এবং র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, রায়পুরায় ২ জন, শিবপুরে ৪ জন ও পলাশ উপজেলায় ৭ জন। নমুনা সংখ্যার বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৫ শতাংশ।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৯৯ জন, শিবপুরে ৪০৯ জন, পলাশে ৭৩৭ জন, মনোহরদীতে ২৫৮ জন, বেলাবতে ২১৫ জন ও রায়পুরা উপজেলায় ২৫০ জন।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩২০। এর মধ্যে হাসপাতালে আইসোলেশনে আছেন ৩৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২৮৬ জন।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ৫ জন, বেলাবতে ৭ জন, রায়পুরায় ৮ জন, মনোহরদী ৪ জন ও শিবপুরে ৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত