Ajker Patrika

লেগুনা স্ট্যান্ডে শিশু ধর্ষণ: আরও এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২: ২৪
লেগুনা স্ট্যান্ডে শিশু ধর্ষণ: আরও এক আসামি গ্রেপ্তার

রাজধানীর আদাবর থানাধীন নবোদয়ের ঢাল এলাকার লেগুনা স্ট্যান্ডের পাশে গত ১৪ মার্চ মধ্যরাতে ধর্ষণের শিকার হয় এক শিশু। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে কেরানিগঞ্জের ঘাটারচর এলাকা থেকে ইউসুফ ফরাজীকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে এ মামলায় সেলিম (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

আজ বুধবার সকালে র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঘটনার দিন রাতে ভুক্তভোগী শিশুটিকে রাস্তায় একা পেয়ে নবোদয় হাউজিংয়ের ঢালে উড়াল পাখি লেগুনা স্ট্যান্ডের পাশের একটি রুমে আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে শিশুটিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় হাঁটতে দেখে বড় বোন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যান। অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ভিকটিমের বাবা নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে আদাবর থানায় ধর্ষণ মামলা করেন। 

শিহাব করিম বলেন, এ ঘটনায় জড়িত সেলিম (৩৮) পুলিশের হাতে গ্রেপ্তার হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন, শিশু ধর্ষণের প্রধান পরিকল্পনাকারী ইউসুফ ফরাজী (৩৮)। ঘটনার পর থেকে পলাতক ইউসুফ ফরাজি (৩৮) রাজধানীর বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় গ্রেপ্তার এড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থাকতেন তিনি। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, গত ১৪ মার্চ সন্ধ্যায় বড় বোনের সঙ্গে ঘুরতে বের হয় শিশুটি। ঘুরতে ঘুরতে তারা রাত ৯টার দিকে টাউন হল এলাকায় আসে। টাউন হল এলাকায় কিছুক্ষণ অবস্থানের পর তার বড় বোনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তখন বড় বোন তাকে ফেলে অন্য বান্ধবীদের সঙ্গে চলে যায়। শিশুটি একা হাঁটতে হাঁটতে ইকবাল রোডের দিকে যায়। আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে অটোচালক সেলিম ও তাঁর সহযোগী (ইউসুফ ফরাজী) শিশুটিকে ফুসলিয়ে সিএনজিতে তোলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত