Ajker Patrika

সচিবালয়ে বিশৃঙ্খলা: হত্যাচেষ্টা ও মারধরের মামলায় ২৬ ছাত্র কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৭: ০৪
Thumbnail image

সচিবালয়ের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া, পুলিশকে হত্যার চেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাঁদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা প্রত্যেকেই গত এইচএসসির ফলাফলে ফেল করা ছাত্র। তাঁরা হলেন বাগেরহাট জেলার মোড়ল হাটের বড়বাদুর গ্রামের জহিরুল ইসলাম, ফরিদপুর জেলার সালথা থানার পাতা গ্রামের ফয়সাল হাসান, বরগুনা জেলার বামনা থানার রায়হান হোসেন, ময়মনসিংহ জেলার ত্রিশালের কাজী গ্রামের রুবেল আহমেদ, পিরোজপুরের ইন্দুরকানি থানার কালাইয়া গ্রামের রিয়াদ মাহমুদ, রংপুরের মিঠাপুকুর থানার জগদা নন্দপুর গ্রামের মেজবাউল রহমান, ময়মনসিংহের গফরগাঁওয়ের চরমছলন্দ গ্রামের মেহেদী হাসান, লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মোহাম্মদ সোহান, লক্ষ্মীপুরের রায়পুর থানার চরবংশী গ্রামের ইমরান হোসেন আরমান, ময়মনসিংহ পৌরসভার পিয়নপাড়ার মেহেদী হাসান অন্তর, ভোলার শশীভূষণ থানার উত্তর চরমঙ্গল গ্রামের সাগর, সাতক্ষীরার তালা থানার জালালপুর গ্রামের রোহান, ময়মনসিংহ সদরের বাগমারা গ্রামের শাহরিয়ার হোসেন সোয়াদ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বড্ডাপাড়া গ্রামের আহাদ মোল্লা, ময়মনসিংহ সদরের আলিয়া মাদ্রাসা রোডের মো. সোহান, ময়মনসিংহ কোতোয়ালি থানার শেষ মোড়ের মাসনুন, চাঁদপুরের দক্ষিণ মতলবের মোহাম্মদপুর গ্রামের মো. নাঈম, খুলনার কয়রা থানার মদিনাবাদ গ্রামের ইমাম হাসান, কুমিল্লার মুরাদনগর থানার দড়িকান্দি গ্রামের শাকিল, রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবতী কৃষ্ণপুর গ্রামের মো. সেলিম, চট্টগ্রামের কর্ণফুলী থানার কালাপুকুরের বাড়ির সাকলাইন মুশতাক, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাষাড়া গ্রামের হানজালাল, ঢাকার ধামরায়ের সেতাই গ্রামের মশিউর রহমান, কিশোরগঞ্জের নিউ টাউনের মো. প্রান্তিক, ঢাকার বাংলাবাজারের তাছিম রহমান ও কুমিল্লা দাউদকান্দির বারাগাঁও গ্রামের রবিন মিয়া।

 এইচএসসিতে ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩বিকেলে প্রত্যেককে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. একরামুল হক এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে ছাত্রদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে বৈষম্যের অভিযোগে সচিবালয়ের ভেতরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন কিছু শিক্ষার্থী। ওই দিন বেলা পৌনে ৩টার দিকে তাঁরা ভেতরে বিক্ষোভ শুরু করেন। ৬০-৭০ জন শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করেন। এইচএসসিতে ফলাফল বৈষম্য করা হয়েছে অভিযোগ করে নতুন করে মূল্যায়নের দাবি জানান তাঁরা।

তাৎক্ষণিকভাবে সচিবালয়ের সব ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে ৫৩ জনকে আটক করে তারা। পরে সচিবালয়ে উপস্থিত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় আটককৃতদের দুটি প্রিজন ভ্যানে তোলেন। তাঁদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন এসআই রায়হান উদ্দিন।

উল্লেখ্য, ৫৩ জনের ২৭ জনকে শাহবাগ থানা থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে ২৬ জনকে আদালতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত