Ajker Patrika

বয়সে বাপের চেয়ে বড় ছেলে, জন্ম তারিখ বিভ্রাটে ভাতা পাচ্ছেন না শহর আলী

প্রতিনিধি
বয়সে বাপের চেয়ে বড় ছেলে, জন্ম তারিখ বিভ্রাটে ভাতা পাচ্ছেন না শহর আলী

রাজবাড়ী: বাবা থেকে চার বছরের ছোট ছেলে, স্বামীর থেকে স্ত্রী ১১ বছরের বড়। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। জাতীয় পরিচয়পত্রে বয়সের গরমিল থাকার কারণে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার নারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহর আলী (৭৫)।

শহর আলী, তার স্ত্রী ঝর্ণা বেগম ও ছেলে স্বপনের জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, শহর আলীর জন্ম তারিখ ১৮ আগস্ট, ১৯৬৩; স্ত্রী ঝর্ণা বেগমের জন্ম তারিখ ১৭ মে,১৯৫২; আর একমাত্র ছেলে মো. স্বপনের জন্ম তারিখ ৫ ফেব্রুয়ারি, ১৯৬৭। এ হিসেবে শহর আলীর বয়স ৫৮ বছর, তার স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৬৯ বছর আর ছেলে স্বপনের বয়স ৫৪ বছর।

শহর আলী জানান, বিয়ের পর ছেলে আলাদা থাকেন। পেশায় দিনমজুর। বয়সের ভারে এখন আর কাজ কর্ম করতে পারেন না। আয় রোজগার না থাকায় খেয়ে না খেয়ে কোনোমতে চলছে দুজনের সংসার। একটি ভাতার কার্ড চেয়েছিলেন চেয়ারম্যানের কাছে। কার্ড বিভাগ থেকে বলা হয়েছে, তাঁর বয়স হয়নি। জাতীয় পরিচয়পত্রে তিনি ছাড়া বাকি দুজনের বয়স ঠিকই আছে। আমি মূর্খ মানুষ। লেখাপড়া জানি না। ভালোমন্দ কিছু বুঝিও না। এটা কীভাবে ঠিক করবো তাও জানি না।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী শহর আলীর বয়স ৬৫ বছর হয়নি। ফলে তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন না। তাঁর জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমার পক্ষ থেকে যা করণীয় সেটা করবো।

বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, জন্মতারিখ সংশোধন করতে গেলে কিছু প্রমাণ দিতে হয়। সেক্ষেত্রে বিয়ের কাবিননামা, ভাই-বোন বা আপনজনের কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে। এসব মিলিয়ে দেখে যদি সত্যিই গরমিল থাকে তাহলে সংশোধন করা যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত