Ajker Patrika

প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশ নিশ্চিত করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ২১
প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশ নিশ্চিত করার আহ্বান

প্রতিবন্ধী ব্যক্তিদের রাষ্ট্রের সকল পর্যায়ে অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজি বাংলাদেশ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। আজ শনিবার কোভিড-১৯ থেকে উত্তরণে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও নেতৃত্বের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এই দাবি জানানো হয়। সেমিনারে করোনা মহামারিতে প্রতিবন্ধীরা যে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম একটি অংশ তুলে ধরা হয়। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। জুয়েনা আজিজ বলেন, ‘বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন-২০১৩ এবং প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা-২০১৯ প্রণয়ন করেছে।’ 

তিনি আরও বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন করতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন অবশ্যই করতে হবে এবং সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যাচ্ছে।’ 

ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজি বাংলাদেশ এর আহ্বায়ক অমৃতা রেজিনা রোজারিও বলেন, ‘আসন্ন দ্বিতীয় গ্লোবাল ডিজঅ্যাবিলিটি সামিট ২০২২-এর আগেই বাংলাদেশ সরকার প্রথম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি সামিট ২০১৮-তে যে আটটি প্রতিশ্রুতি করেছিল তার বাস্তবায়নের নিরীক্ষা ও বিশ্লেষণ করা প্রয়োজন।’ 

সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা এবং তাঁদের সংগঠনের নেতারা নীতি নির্ধারকদের সঙ্গে মুক্ত আলোচনায় যুক্ত হন। তাঁরা তাঁদের আর্থসামাজিক অবস্থান এবং আসন্ন দ্বিতীয় গ্লোবাল ডিজঅ্যাবিলিটি সেমিনারে সরকারের কাছে প্রত্যাশার কথা তুলে ধরেন। 

সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবানী ভট্টাচার্য, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মো. হামিদুল হক, ব্রিটিশ হাইকমিশনের সামাজিক উন্নয়ন বিষয়ক উপদেষ্টা তাহেরা জেবীনসহ আন্তর্জাতিক শ্রম সংস্থা, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরা। 

প্রসঙ্গত, ইউএনডিপি এবং ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজি বাংলাদেশ, ২৭টি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করে এমন সংগঠনগুলোর একটি নেটওয়ার্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত