Ajker Patrika

রামুর সাবেক ও বর্তমান ইউএনওর বিরুদ্ধে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রামুর সাবেক ও বর্তমান ইউএনওর বিরুদ্ধে রুল

কক্সবাজারের রামু উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা ও বর্তমান ইউএনও ফাহমিদা মোস্তফার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় তাঁদের বিরুদ্ধে এ রুল দেওয়া হয়।

এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ সোমবার রুল জারি করেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

তৈমুর আলম বলেন, ‘১ কোটি ২৬ লাখ ৭২ হাজার টাকা দিয়ে কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারের ইজারা পান স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম। তিনি ইজারা পাওয়ার পরই পরই করোনার কারণে বাজারঘাট বন্ধ হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন ইজাদার নুরুল ইসলাম। ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক বরাবর ইজাদারের মেয়াদ ছয় মাস বৃদ্ধির জন্য আবেদন করেন তিনি। দীর্ঘ দিনেও তাঁর আবেদন নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্টে রিট করা হয়।’

তৈমুর আলম আরও বলেন, ‘হাইকোর্ট গত ২১ এপ্রিল বাজার ইজারার মেয়াদ ছয় মাস বৃদ্ধি করতে নির্দেশ দেন। এরই মধ্যে নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা পরিবর্তন হয়ে তাঁর স্থলে বসেন ফাহমিদা মোস্তফা। তবে উচ্চ আদালতের নির্দেশনার পর দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন না করায় দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে আবেদন করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত