Ajker Patrika

রাজধানীর বংশালে ছাদ থেকে লাফিয়ে কিশোরের আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২০: ৫৬
রাজধানীর বংশালে ছাদ থেকে লাফিয়ে কিশোরের আত্মহত্যা

রাজধানীর বংশালে সিদ্দিক বাজার এলাকায় বাড়ির ছাদ থেকে লাফিয়ে আরিফুল ইসলাম রিফাত (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তাদের ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় দূরসম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে ক্ষোভে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করছে পরিবার।

আজ সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোর রিফাত সিদ্দিক বাজার ৮২/বি নম্বর বাড়ির তৃতীয় তলায় পরিবারের সঙ্গে নিজেদের ফ্ল্যাটে থাকত। তার বাবার নাম আবুল হাসনাত। রিফাত পুরান ঢাকার নবাবপুরে একটি ইলেকট্রিক পণ্য বিক্রয়ের দোকানে কাজ করত।

ঢামেক হাসপাতালে রিফাতের মা কুলসুম বেগম জানান, ছয় বছর আগে সিদ্দিক বাজারের ওই ফ্ল্যাটটি কিনেছেন তাঁরা। তবে ওই ফ্ল্যাটে আগে যারা থাকত, তাদের সঙ্গে বাড়িওয়ালার দ্বন্দ্ব হয়। সে কারণে ওই ফ্ল্যাটের গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন মালিক। তবে তারা যখন ফ্ল্যাটটি কেনেন এরপর গ্যাস ও পানির লাইন দিলেও বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন না। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছিল তাদেরই দূরসম্পর্কের আত্মীয় আফজালের সঙ্গে। ওই বাড়িতে আফজালেরও ফ্ল্যাট রয়েছে।

তিনি আরও জানান, আফজালেরই তাঁদের ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা ছিল। তবে দীর্ঘ কয়েক বছর ধরে তাঁর পেছনে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছিল না পরিবারটি। আজ বিকেলে রিফাতের মা কুলসুম আফজালকে ফোন দিয়ে বাসায় আসতে বলেন। তবে আফজাল না গিয়ে তাঁরই ভাই ইকবালকে ওই বাসায় পাঠান। তখন তাঁরা ইকবালকে বিদ্যুৎ সংযোগ দিতে চাপ দেন। তবে তাঁদের কোনো কথা না শুনে ইকবাল রাগারাগি করে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁকে আটকানোর চেষ্টা করে রিফাত। অনেক আকুতি জানিয়ে তাদের বাসায় বিদ্যুতের সংযোগ দিতে বলে। সেটি না শুনে ইকবাল বাসা থেকে বের হয়ে যায়। পরে ক্ষোভে ও রাগে বাড়িটির সপ্তম তলার ছাদে উঠে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে রিফাত।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানা-পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত