Ajker Patrika

মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তাকে কুপিয়ে জখম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
জখম হওয়া গুল রায়হান। ছবি: আজকের পত্রিকা
জখম হওয়া গুল রায়হান। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র সেলস মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। ২ জানুয়ারি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুল রায়হানকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে হামলার সঙ্গে জড়িত সোলায়মান হোসেনসহ অজ্ঞাতনামা আরেকজনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। আহত গুল রায়হান রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

হামলা ও মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন। তিনি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গুল রায়হানের মাথায় আঘাত লেগেছে। আসামিদের ধরে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুল রায়হান মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি ছাপরা মসজিদসংলগ্ন আতোয়ার রহমান নামের এক ব্যক্তির বাড়ির পঞ্চম তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। ওই বাড়ির একই তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন টাঙ্গাইল সদরের করটিয়া ব্যাপারীপাড়া এলাকার সোলায়মান হোসেন (৩০)।

মামলা থেকে জানা গেছে, প্রতিবেশী সোলাইমান হোসেন প্রায়ই নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি করতেন। বিষয়টি নিয়ে প্রতিবেশী ভাড়াটেরা বাড়ির মালিক আতোয়ারকে জানান। এতে সোলাইমানকে বাড়ি ছাড়ার তাগিদ দেন বাড়ির মালিক। গত ৩১ ডিসেম্বর তিনি ভাড়া বাড়ি ছাড়তে বাধ্য হন।

বাড়ি ছাড়ার বিষয়ে গুল রায়হানের ইন্ধন রয়েছে মনে করে ২ জানুয়ারি দুপুরে মোবাইল ফোনে কল করে সোলাইমান তাঁকে ডেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরোনো বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ব্রিজের কাছে নিয়ে আসেন। পরে সেখানে সোলাইমান ও তাঁর এক সহযোগী গুল রায়হানের ওপর হামলা চালান। হামলাকারী সোলাইমান ধারালো অস্ত্র দিয়ে গুল রায়হানের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন।

গুল রায়হানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাড়ির মালিক আতোয়ার বলেন, ‘সোলাইমান আমাকেও হুমকি দিয়েছেন। তিনি তাঁর স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি করতেন। এই কারণে তাঁকে বাসা ছেড়ে দিতে বলা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত