Ajker Patrika

পুরান ঢাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

জবি সংবাদদাতা 
পুরান ঢাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটক ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর চালানোর চেষ্টা করেছে বিক্ষুব্ধ জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত এক দফা দাবির বিক্ষোভ মিছিলের সময় এমন ঘটনা ঘটেছে। এ ছাড়া পুরান ঢাকা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। 

আজ রোববার বেলা ১১টার দিকে ইসলামপুর থেকে লাঠি হাতে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। এ সময় তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটক ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করেছে। 

এর আগে বিক্ষোভকারীরা কোর্টের পাশে রাস্তায় থাকা একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে রায়সাহেব বাজারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর ব্যানার পুড়িয়ে দিতে দেখা যায়। পরবর্তীতে সেখানে টিয়ারশেল নিক্ষেপ করে ও ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। 

এ ছাড়া লক্ষ্মীবাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সেন্ট গ্রেগরি স্কুলের ফটকে ভাঙচুরের ঘটনা ঘটে। আশপাশের কয়েকটি ফুটপাতের দোকানেও ভাঙচুর করা হয়। 

পরে বেলা ১২টার দিকে ইসলামপুর থেকে আরেকটি মিছিল বের করে আন্দোলনকারীরা। যাদের বেশির ভাগই ছিলেন ইসলামপুর এলাকার ব্যবসায়ী, দোকানের কর্মচারী ও সাধারণ জনতা। তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড়ের দিকে গেলে সেখানে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতা–কর্মীদের ধাওয়া দিলে তারা সরে যায়। 

এদিকে হামলার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা দিয়ে আটকে দেওয়া হয়েছে। আইনজীবী ও বিচার প্রার্থীরা ভেতরে প্রবেশ করতে না পেরে ফটকের বাইরে অপেক্ষা করেন। এ ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যরা কোর্ট এলাকার দিকে যায়। পরে বিচারিক আদালতের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত