Ajker Patrika

রক্ত নিতে ঢাকায় এসে সড়কে প্রাণ গেল থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২২: ৫০
Thumbnail image

রাজধানীর যাত্রীবাড়ী থানার কাজলা এলাকায় মিনিবাসের ধাক্কায় আরাফাত ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়। 

ঘটনার পরপরই মিনিবাসটির চালক মো. দুলালকে (৫০) আটক করেছে পুলিশ। 

জানা গেছে, আরাফাত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিল। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউসিয়া বড়কান্দি গ্রাম থেকে শরীরে রক্ত দেওয়ার জন্য মায়ের সঙ্গে ঢাকায় আসছিল। যাত্রাবাড়ীতে মিনিবাসের ধাক্কায় আহত হয় সে। তার বাবা মো. শরীফ একজন দোকান কর্মচারী। শরীফ ও আইরিন দম্পতির একমাত্র সন্তান আরাফাত। 

শিশুটির মা আইরিন আক্তার জানান, জন্মের তিন বছর পর আরাফাতের থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। দুই বছর ধরে প্রতি মাসে এক ব্যাগ করে রক্ত দেওয়া হচ্ছিল। এ জন্য প্রতি মাসে ঢাকার শান্তিনগরে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এসে রক্ত দেওয়া হয়। আজ সকালে সন্তানকে নিয়ে ঢাকায় আসেন তিনি। পথে কাজলা হানিফ ফ্লাইওভার টোল প্লাজার পাশে নামেন। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিল শিশুটি। পাশেই দাঁড়িয়ে ছিলেন আইরিন। হঠাৎ একটি মিনিবাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। 

শিশুটির বাবা শরিফ মিয়া জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সন্তান হারিয়ে বাবা–মায়ের আহাজারিএদিকে ঘটনার পরে ছেলেকে ধাক্কা দেওয়া বাসচালকের শাস্তির দাবি করলেও মামলা করেনি শিশুটির পরিবার। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে শিশুটির পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি। তাঁরা বলছেন, আরাফাতকে দাফন করা হয়েছে। এখন কেউ এ বিষয়ে কথা বলতে চান না। 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আখতার হোসেন বলেন, ‘কাজলা টোল প্লাজার পাশে একটি মিনিবাসের ধাক্কায় শিশু নিহতের ঘটনায় বাসচালককে আটক করেছি। কিন্তু নিহত শিশুটির পরিবার বাসমালিকের সঙ্গে আপস করতে আলোচনা করছে। তারা মামলা করতে চায় না। থানায় ডেকেছি কিন্তু তারা থানায় না এসে বাইরে মীমাংসার জন্য আলোচনায় বসেছে। চালক থানায় আছে। বাসটি জব্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত