Ajker Patrika

ট্রান্সকমের সিমিনসহ আসামিদের বিরুদ্ধ তদন্ত প্রতিবেদন ১৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২৪, ১৮: ২০
ট্রান্সকমের সিমিনসহ আসামিদের বিরুদ্ধ তদন্ত প্রতিবেদন ১৫ জুলাই

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান, তাঁর মা ট্রান্সকমের কর্ণধার প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান ও ছেলে যারাইফ আয়াত হোসেনসহ ট্রান্সকমের অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতিসহ সম্পত্তি আত্মসাতের তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করা হয়েছে। 

আগামীকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম পৃথক আদেশে এই তারিখ ধার্য করেন। একই সঙ্গে তিন মামলার সব আসামির জামিন বাতিলের আবেদন নামঞ্জুর করেন।

আজ প্রত্যেক মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। অন্যদিকে এই মামলার বাদীপক্ষ প্রত্যেক আসামির জামিন বাতিলের আবেদন করেন। 

শুনানি শেষে আদালত জামিন বাতিলের আবেদন নামঞ্জুর করে প্রত্যেক আসামির জামিন বহাল রাখেন। ঢাকার আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম এ বিষয়টি নিশ্চিত করেন।

গত ২২ ফেব্রুয়ারি লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক তিনটি মামলা দায়ের করেন গুলশান থানায়। তিনটি মামলার প্রত্যেক মামলায় সিমিন রহমানকে আসামি করা হয়। লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমানকে দুটি মামলায় আসামি করা হয়। সিমিন রহমানের ছেলে যারাইফ আয়াত হোসেনকে একটি মামলায় আসামি করা হয়।

এ ছাড়া ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তাকে আসামি করা হয়। তাঁরা হলেন গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সেক্রেটারি) আবু ইউসূফ মো. সিদ্দিক।

ট্রান্সকমের পাঁচ কর্মকর্তার মধ্যে দুজন ফখরুজ্জামান ভূঁইয়া ও কামরুল হাসানকে তিনটি মামলায়ই আসামি করা হয়। অপর তিন কর্মকর্তাকে একটি করে মামলায় আসামি করা হয়।

মামলাগুলোয় প্রয়াত লতিফুর রহমানের এবং আরশাদ অলিউর রহমানের স্বাক্ষর জাল করে অবৈধভাবে ট্রান্সকম গ্রুপের শেয়ার স্থানান্তর, লতিফুর রহমানের টাকা বেআইনিভাবে এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

গত ৩ এপ্রিল সিমিন রহমান তাঁর মা ও ছেলে আদালতে আত্মসমর্পণ করার পর আদালত জামিন দেন। উল্লেখ্য, এই তিন মামলা দায়েরের পর শাযরেহ হক তাঁর বোন সিমিন রহমানসহ ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলাটিও বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত