Ajker Patrika

রাজধানীর ডেমরায় লেগুনায় বাসের ধাক্কা, দুই নারীসহ নিহত ৩

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৩: ৩০
রাজধানীর ডেমরায় লেগুনায় বাসের ধাক্কা, দুই নারীসহ নিহত ৩

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় তিনজন লেগুনা আরোহী নিহত হয়েছেন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ডেমরার বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী, ১৭ বছর বয়সী এক কিশোরী ও ৩৬ বছর বয়সী এক যুবক। 

আহতেরা হলেন শামীম (৩৭), মইনুদ্দিন (৩৬) ও আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের এক যুবক। 

দুর্ঘটনায় আহত মইনুদ্দিন আজকের পত্রিকাকে জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকালে অফিসের কাজে ডেমরায় এসেছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনাটিতে উঠেছিলেন তিনি। নামার কথা ছিল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, কিছুই বলতে পারছেন না। 

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া লেগুনাটি পুলিশ হেফাজতে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত