ঢামেক প্রতিনিধি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে বলে মনে করছে ফায়ার সার্ভিস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল। আজ বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও জাতীয় গোয়েন্দা সংস্থা দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন বিভাগকে ঝুঁকিপূর্ণ বলেন।
ফায়ার সদর দপ্তরের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক বলেন, ‘সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছি। সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল ছিল। হাসপাতালের জেনারেটর কক্ষ ও পাশের অক্সিজেন কক্ষ পরিদর্শন করেছি। এখানে কোনো নিয়ম না মেনেই চলছে সবকিছু। জেনারেটর কক্ষে রাতে লোক ঘুমিয়ে থাকে। ভেতরে হিটার দিয়ে রান্না করে খায়। এটা অবশ্যই বেআইনি কাজ এবং নিজের জন্যও ঝুঁকিপূর্ণ।’
পলাশ চন্দ্র বলেন, ‘হাসপাতালের কিচেনে গিয়ে দেখলাম সেখানে কোনো দুর্ঘটনা হলে লোকজনের বাইরে বের হওয়ার সুযোগ নাই। এমনকি ছাদের প্লাস্টার খসে পড়ছে। হাসপাতালের বিদ্যুতের সাবস্টেশন গুলো নিয়ম না মেনেই চলছে। অনেক জায়গায় আগুন নেভানোর কোনো যন্ত্র নাই। যেগুলো আছে তার মধ্যে বেশির ভাগই অকেজো। সব মিলিয়ে আমাদের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ বলেই মনে হচ্ছে। আমরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং পরামর্শ দিয়েছি।’
হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ডা. ক্যানটিনে গিয়ে একই অবস্থা দেখা যায়। সেখানে রান্না ঘরের ভেতর দিয়ে বের হওয়ার একটি জরুরি দরজা থাকলেও সেটি বন্ধ করে রাখা হয়েছে। খাবার দাবারের পরিবেশও খুবই খারাপ। আগুন নেভানোর কোনো যন্ত্রও ছিল না সেখানে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিস তাদের কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। উনাদের পরামর্শ অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমদের অবহেলা আছে তা নয়। প্রতি বছর ফায়ার সার্ভিস থেকে মহড়া হয়।’
ঢাকা মেডিকেল পরিচালক আরও বলেন, ‘অনেক সময় তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। তবে এবার তাদের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করব।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে বলে মনে করছে ফায়ার সার্ভিস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল। আজ বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও জাতীয় গোয়েন্দা সংস্থা দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন বিভাগকে ঝুঁকিপূর্ণ বলেন।
ফায়ার সদর দপ্তরের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক বলেন, ‘সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছি। সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল ছিল। হাসপাতালের জেনারেটর কক্ষ ও পাশের অক্সিজেন কক্ষ পরিদর্শন করেছি। এখানে কোনো নিয়ম না মেনেই চলছে সবকিছু। জেনারেটর কক্ষে রাতে লোক ঘুমিয়ে থাকে। ভেতরে হিটার দিয়ে রান্না করে খায়। এটা অবশ্যই বেআইনি কাজ এবং নিজের জন্যও ঝুঁকিপূর্ণ।’
পলাশ চন্দ্র বলেন, ‘হাসপাতালের কিচেনে গিয়ে দেখলাম সেখানে কোনো দুর্ঘটনা হলে লোকজনের বাইরে বের হওয়ার সুযোগ নাই। এমনকি ছাদের প্লাস্টার খসে পড়ছে। হাসপাতালের বিদ্যুতের সাবস্টেশন গুলো নিয়ম না মেনেই চলছে। অনেক জায়গায় আগুন নেভানোর কোনো যন্ত্র নাই। যেগুলো আছে তার মধ্যে বেশির ভাগই অকেজো। সব মিলিয়ে আমাদের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ বলেই মনে হচ্ছে। আমরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং পরামর্শ দিয়েছি।’
হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ডা. ক্যানটিনে গিয়ে একই অবস্থা দেখা যায়। সেখানে রান্না ঘরের ভেতর দিয়ে বের হওয়ার একটি জরুরি দরজা থাকলেও সেটি বন্ধ করে রাখা হয়েছে। খাবার দাবারের পরিবেশও খুবই খারাপ। আগুন নেভানোর কোনো যন্ত্রও ছিল না সেখানে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিস তাদের কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। উনাদের পরামর্শ অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমদের অবহেলা আছে তা নয়। প্রতি বছর ফায়ার সার্ভিস থেকে মহড়া হয়।’
ঢাকা মেডিকেল পরিচালক আরও বলেন, ‘অনেক সময় তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। তবে এবার তাদের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করব।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে