Ajker Patrika

বাইক জব্দ করায় নড়িয়া থানায় হামলা, পুলিশ সদস্য আহত

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৫, ২০: ৩৫
শরীয়তপুরের নড়িয়া থানায় হামলায় আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
শরীয়তপুরের নড়িয়া থানায় হামলায় আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটক করায় থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ছবি তুলতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্য।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলা হয়। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় করা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আসলাম উদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, গত বুধবার ঘরিষার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামে একটি অভিযোগের তদন্তে গিয়ে তিনটি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এগুলো ছাড়িয়ে নিতে গতকাল রাতে কিছু লোক থানায় আসেন। কাগজপত্র না থাকায় পুলিশ বাইকগুলো ছাড়তে রাজি না হওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে থানার ফটকের পাশে পুলিশ সদস্যদের বিশ্রামকক্ষে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে জানালা ও গাড়ির গ্লাস ভেঙে যায়। হামলার ছবি মোবাইল ফোনে ধারণ করতে গেলে ডিএসবির কনস্টেবল বিল্লাল হোসেনের ওপর হামলা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর হাত গুরুতর জখম হয়। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি। এরই মধ্যে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যাদের গ্রেপ্তার করা হয়েছে, এখনো তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু পুলিশের স্থাপনায় হামলা হয়েছে, সুতরাং এ ঘটনার সঙ্গে যে রাজনৈতিক দলের লোকই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত