Ajker Patrika

মাকে বিয়ে করতে না পেরে সন্তানকে অপহরণ, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৪: ২৬
মাকে বিয়ে করতে না পেরে সন্তানকে অপহরণ, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত এক কন্যাশিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর এএসপি সনদ বড়ুয়া। 

এর আগে গত রোববার ভোরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। র‍্যাবের দাবি, ভুক্তভোগী শিশুটির মাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় শিশুকে অপহরণ করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন—নাসিকের ৭ নম্বর ওয়ার্ডের মৃত কামাল হোসেনের ছেলে মাহবুব আলম পারভেজ (৪৬) ও কুমিল্লা জেলার সাইদ আহমেদের ছেলে শাকিল আহমেদ রুবেল (৪৩)। 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারভেজের সঙ্গে আত্মীয়তার সুবাদে উভয়ের বাড়িতে যাতায়াত ছিল। সম্প্রতি শিশুটির মায়ের সঙ্গে তার বাবার সম্পর্কের অবনতি ঘটে। এই সুবাদে পারভেজ তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে শিশুটির মাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হন পারভেজ। 

গত ৬ অক্টোবর ভোরে পারভেজ ফোন করে শিশুটিকে ঘরের দরজা খুলতে বলেন। পূর্বপরিচিত হওয়ায় ফোন পেয়ে ঘরের দরজা খুলে দেয় শিশুটি। পরে তাকে কৌশলে বাসা থেকে বের করে প্রথমে পারভেজ তার নিজ বাসায় ও পরে কুমিল্লায় নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার র‍্যাব-১১ কার্যালয়ে অভিযোগ দায়ের করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত