Ajker Patrika

চাঁদপুর-শরীয়তপুর সড়কে ৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ২০: ৩১
চাঁদপুর-শরীয়তপুর সড়কে ৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

শরীয়তপুর: শরীয়তপুর-চাঁদপুর সড়কের শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালারবাজার এলাকায় বেইলি সেতুর পাটাতন পড়ায় প্রায় নয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গতকাল শুক্রবার রাত দশটার দিকে বেইলি সেতুটি ভেঙে পড়ে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুটি মেরামতের পর আজ শনিবার ভোর সাতটার দিকে আবারো  যানবাহন চলাচল শুরু হয়।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, চাঁদপুর-শরীয়তপুর সড়কে পাঁচটি স্থানে বেইলি সেতু রয়েছে। সেতুগুলো পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সড়কের বালার বাজার সেতুতে মাল বোঝাই একটি ট্রাক উঠলে সেতুর পাটাতন ভেঙে যায়।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বেইলি সেতুর পাটাতন ভেঙ্গে পরার খবর পেয়ে তা সংস্কারের জন্য কর্মীদের পাঠানো হয়। এই সড়কে পাঁচটি বেইলি সেতু রয়েছে। যা অত্যন্ত পুরোনো, বর্তমানে এসব সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত