Ajker Patrika

বিএনপি নেতা নৌকায় ভোট চাইলেন দুপুরে, সন্ধ্যায় হলেন বহিষ্কার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২২: ১৯
বিএনপি নেতা নৌকায় ভোট চাইলেন দুপুরে, সন্ধ্যায় হলেন বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন আজ শনিবার দুপুরে নির্বাচনী পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। এই ঘটনার পর সন্ধ্যায় তাঁকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আকরাম হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকরাম হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। 

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘বহিষ্কৃত আকরাম হোসেন আজ দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসির পক্ষে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে নৌকায় ভোট চান। বিষয়টি আমরা কেন্দ্রকে অবহিত করলে তাঁকে বহিষ্কার করা হয়।’ 

গাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আজ দুপুরে ওই পথসভায় আকরাম হোসেন বলেন, ‘রুমানা আলী টুসি আপা আমাদের পশ্চিম শ্রীপুরের বাসিন্দা। আমি একটি কথা বলব, মায়ের জোট, আর গাঁয়ের জোট আর এলাকার জোট গড়ে তোলা উচিত। বিগত যত নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে কিন্তু মিশে যায় আঞ্চলিকতার টান। আঞ্চলিকতার টানে আমরা সব সময় ভোট দিয়ে থাকি। তাহলে আজকে যিনি প্রার্থী হয়েছেন তিনি কী আমাদের অঞ্চলের মানুষ না?’ 

আকরাম হোসেন আরও বলেন, ‘তিনি (রুমানা আলী টুসি) যদি আমাদের মানুষ হন তাহলে আমরা সবাই নৌকায় ভোট দেব। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আমি শুধু একটি কথা বলব আগামী ৭ জানুয়ারি দল-মত নির্বিশেষে সবাই মিলে নৌকাকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত