গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে। আজ শুক্রবার বেলা ২টায় একটি প্রিজন ভ্যানে করে তাঁকে এই কারাগারে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার। তিনি বলেন, ‘আজ বেলা ২টার দিকে সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। আমাদের কিছু প্রসেসিং আছে, সেগুলো সম্পন্ন করে তাঁকে তাঁর জন্য নির্দিষ্ট সেলে রাখা হবে।’
এর আগে আজ সকাল ১০টায় আইভীকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক মাঈনুদ্দিন কাদির তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, তাঁর বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ। অপরদিকে আইভীর পক্ষ থেকে জামিনও চাওয়া হয়নি। তাই বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাঁকে উক্ত হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারের জন্য নগরীর দেওভোগ এলাকায় তাঁর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা–পুলিশের একটি দল। এ খবর জানাজানি হলে স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। তাঁরা ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন।
রাতভর অপেক্ষার পর সকাল পৌনে ৬টার দিকে আইভি বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন। পরে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময়ও স্থানীয় লোকজন তাঁর পক্ষে স্লোগান দেন। একপর্যায়ে কিছু লোক পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করেন।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে। আজ শুক্রবার বেলা ২টায় একটি প্রিজন ভ্যানে করে তাঁকে এই কারাগারে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার। তিনি বলেন, ‘আজ বেলা ২টার দিকে সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। আমাদের কিছু প্রসেসিং আছে, সেগুলো সম্পন্ন করে তাঁকে তাঁর জন্য নির্দিষ্ট সেলে রাখা হবে।’
এর আগে আজ সকাল ১০টায় আইভীকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক মাঈনুদ্দিন কাদির তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, তাঁর বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ। অপরদিকে আইভীর পক্ষ থেকে জামিনও চাওয়া হয়নি। তাই বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাঁকে উক্ত হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারের জন্য নগরীর দেওভোগ এলাকায় তাঁর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা–পুলিশের একটি দল। এ খবর জানাজানি হলে স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। তাঁরা ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন।
রাতভর অপেক্ষার পর সকাল পৌনে ৬টার দিকে আইভি বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন। পরে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময়ও স্থানীয় লোকজন তাঁর পক্ষে স্লোগান দেন। একপর্যায়ে কিছু লোক পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করেন।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
১ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
১ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
১ ঘণ্টা আগে