Ajker Patrika

আজ আর মেট্রোরেল চলবে না

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পরে মেট্রোরেল আর চলবে না। বিকেল ৫টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণে জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রোরেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অতঃপর আজ আর কোনো মেট্রো ট্রেন চলাচল করবে না।’ 

এর আগে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় একদল দুর্বৃত্ত। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই পুলিশ বক্সের পাশে মিরপুর ১০ স্টেশনসহ চারটি স্টেশন বন্ধ রেখেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) তরফদার মাহামুদুর রহমান বলেন, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনগুলো বন্ধ আছে। তবে স্টেশন বন্ধ থাকলেও ট্রেন চলাচল করছে। 

বিকেল ৩টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেলা ২টা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক আছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মিরপুর-১০ এলাকায় অবস্থান নেন। বিকেল ৩টার দিকে মিরপুর-১০ পুলিশ বক্সের আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ সময় মেট্রোরেল লাইনের নিচ দিয়ে থাকা চতুর্মুখী ফুটওভার ব্রিজে আগুন ছড়িয়ে যায়। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত