Ajker Patrika

মুহুর্মুহু বোমাবাজিতে শেষ হলো গোসাইরহাটের ভোটগ্রহণ

গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০০: ০৮
Thumbnail image

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ৭টি ইউনিয়নের ভোটগ্রহণ আজ রোববার সকাল থেকে সুষ্ঠুভাবেই চলছিল। তবে বেলা ৩টার দি‌কে বহিরাগত লোক কে‌ন্দ্রে প্রবেশ করেছে এমন অভিযোগে উপ‌জেলার নাগেরপাড়া ইউনিয়নের ৫নং ওয়‌ার্ডের মলংচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সংঘর্ষ বা‌ধে। মুহুর্মুহু বোমা বিস্ফোরিত হতে থা‌কে চার‌দি‌কে। এই হামলায় চারজন আহত হন। আহতদের ম‌ধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ঘটনার আকস্মিকতায় দিগ্‌বিদিক ছোটাছুটি ক‌রতে থা‌কেন ভোটারগণ। প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পৌনে ৪টার দি‌কে শেষ মুহূর্তে কেন্দ্রের ভেতরে আট‌কে পড়া ভোটারগণের ভোট নি‌য়ে শেষ করা ভোটগ্রহণ।

৫নং ওয়া‌র্ডের সদস‌্য প্রার্থী মো. জামাল আহ‌মেদ জানান, সকাল থে‌কেই পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কাল‌কি‌নি থানার ব‌হিরাগত লোকজন ফুটবল প্রতীকের ফ‌রিদ আহ‌মেদের পক্ষে এই এলাকায় এসে জড়ো হতে থাকে। এ বিষয়টি সকা‌লে ওসি সাহেবকে জানানো হয়।‌ তিনি পু‌লি‌শের টিম পাঠা‌লে তখন পরিস্থিতি স্বাভা‌বিক হয়। তবে দুপু‌রের পর পুনরায় বহিরাগতরা কেন্দ্রে ঢু‌কে ‌বিশৃংখলা সৃ‌ষ্টির চেষ্টা ক‌রে।  

বোমা হামলার পর দিগ্‌বিদিক ছোটাছুটি ক‌রতে থা‌কেন ভোটারগণস্থানীয় ভোটার মো. আতাহার হো‌সেন বলেন, বড় বড় রামদা, ব‌্যাগভ‌র্তি বোমা নি‌য়ে হামলা চালানো হয়। তারা ১০ থেকে ১২ টি বোমার বিস্ফোরণ ঘটে। আমরা জঙ্গলের ভেতর দি‌য়ে দৌড়াইয়া পালাই।  

মলংচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. মফিজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে বহিরাগতদের সংযোগ রয়েছে এমনটাই বলছেন স্থানীয়রা।  ঘটনার সঙ্গে সঙ্গে আমি ইউএনও স‌্যার‌কে ফোন ক‌রে জানাই। সঙ্গে সঙ্গে তি‌নি স্ট্রাইকিং ফোর্স পাঠান।

সংঘর্ষের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্ট্রাইকিং ফোর্স বিজিবি-পুলিশ নিয়ে আমরা চলে এসেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত