Ajker Patrika

সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে আহত যুবকের ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০০: ১৭
সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে আহত যুবকের ঢামেকে মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাথায় ব্যান্ডেজ অবস্থায় নিয়ে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। টিকিটে তাঁর নাম লেখা রয়েছে মনির। তবে পরিচয় কেউ নিশ্চিত করতে পারছেন না। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাথায় ব্যান্ডেজ অবস্থায় সেই যুবককে অ্যাম্বুলেন্সযোগে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অ্যাম্বুলেন্সচালক মো. আলী মিয়া ও হেলপার শাকিল জানান, তাঁরা ইবনে সিনা হাসপাতালের অধীনে অ্যাম্বুলেন্স চালান। তাঁদের মালিক মিজান ফোন কল করে দ্রুত পপুলার হাসপাতালে যেতে বলেন। তিনি বলেন, একজন রোগীকে বাড্ডায় নিয়ে যেতে হবে। তাঁরা ধানমন্ডির সিটি কলেজের পাশে পপুলার হাসপাতালে পৌঁছালে হাসপাতালের জরুরি বিভাগ থেকে লোকজন দ্রুত এই যুবককে মাথায় ব্যান্ডেজ অবস্থায় অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেন। পরে তাঁরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা ওই যুবকের কোনো পরিচয় জানেন না। এই যুবক কোথায় কীভাবে আঘাত পেয়েছেন সে ব্যাপারেও কিছু জানাতে পারেননি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিটে ‘মনির’ নাম কীভাবে এল এমন প্রশ্নের জবাবে চালক ও হেলপার উভয়ে জানান, কে বা কারা টিকিট কেটে মনির নাম বসিয়ে দিয়েছে, তাঁদের সেটা জানা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সায়েন্সল্যাবে সংঘর্ষের সময় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। পরে তাঁকে পার্শ্ববর্তী পপুলার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডির পপুলার হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে টিকিটে মনির নাম লেখা আছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। 

এর আগে ঢাকা কলেজ এলাকায় আহত অজ্ঞাতনামা এক যুবককে (২৫) গুরুতর অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেল ৫টার দিকে তাঁকে ঢামেকে আনা হয়। তিনি সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত