Ajker Patrika

মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে ২ কিশোর গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ২

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৭: ২৭
Thumbnail image

মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে তিনজন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘দুই কিশোর গ্রুপের মধ্যে মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। পুলিশ বাদী হয়ে এ বিষয়ে আজ শনিবার মামলা করেছে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাতে মাদারীপুর সদর উপজেলার মধ্য হাউসদি এলাকার কিশোর বয়সী দুই চাচাতো ভাই শকুনী লেকেরপাড়ে ঘুরতে আসে। এ সময় শহরের ডিসিব্রিজ এলাকার আরেক কিশোরের সঙ্গে ধাক্কা লাগে চাচাতো দুই ভাইয়ের একজনের। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে জেলা প্রশাসকের বাসভনের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন আহত হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করে। সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে পার্শ্ববর্তী মাদারীপুর জেলা জামে মসজিদের ভেতর নামাজরত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া জামে মসজিদের সামনে পার্কিং করা একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়। 

কয়েকজন মুসল্লি জানান, হঠাৎ বেশ কিছু ককটেল বিস্ফোরণের পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার দোষীদের বিচার না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে। তাই দোষীদের বিচারের দাবি করেন তাঁরা। 

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতলের মেডিকেল অফিসার সিহাব চৌধুরী বলেন, ‘মারামারির ঘটনায় একজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত