Ajker Patrika

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের লোহার পাইপ পড়ে পথচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২২: ৫১
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের লোহার পাইপ পড়ে পথচারীর মৃত্যু

রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ মাথায় পড়ে আবুল বাছের সোহেল (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। 

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খিলগাঁও ভূঁইয়াপাড়া নুরানি মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, বিকেলে ভূঁইয়াপাড়া নুরানি মসজিদের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। তখন নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ মাথায় পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

মৃতের বড় ভাই আবুল কাশেম স্বপন জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বটতলি গ্রামে। বাবার নাম মৃত আবুল হোসেন। বর্তমানে খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকায় স্ত্রী রোখসানা আক্তার ও ছয় মাস বয়সী মেয়েকে নিয়ে থাকতেন। ব্যাটারিচালিত রিকশা চালাতেন। 

আবুল কাশেম স্বপন আরও জানান, বিকেলে বাসা থেকে নুরানি মসজিদের পাশে চা খেতে আসার সময় পাইলিং মাথায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত