Ajker Patrika

হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন বিএনপি-সমর্থিত ৬ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৭: ০৮
হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন বিএনপি-সমর্থিত ৬ আইনজীবী

সুপ্রিম কোর্ট বারের সম্পাদক (২০২২-২৩) পদের ফল ঘোষণাকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-সমর্থিত ছয় আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই জামিনের আদেশ দেন।

সকালে তাঁরা আদালতে আত্মসমর্পণ করেন। পরে প্রাথমিক শুনানি গ্রহণ করে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। এর আগে গত ৩০ মে তাঁদের আগাম জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। একই সঙ্গে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাঁদের আত্মসমর্পণের নির্দেশ দেন।

জামিনপ্রাপ্ত ছয় আইনজীবী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সহসাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার বিশেষ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগ, সহদপ্তর সম্পাদক মু. কাইয়ুম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাগর হোসেন ও সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী সদস্য ও আইনজীবী ফোরামের সদস্য কামরুল ইসলাম।

চলতি বছরের ১৮ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপিপন্থী ছয় আইনজীবীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। শাহবাগ থানায় সুপ্রিম কোর্ট বারের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান এ মামলা করেন।

উল্লেখ্য, গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। গণনা করা হয় পরদিন ১৭ মার্চ। নির্বাচনে ভোট গণনায় বিএনপি-সমর্থিত প্যানেল থেকে সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ, সহসম্পাদক দুজন এবং চারজন সদস্যসহ মোট আটটি পদে এগিয়ে থাকে।

অন্যদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত প্যানেল থেকে সভাপতি, দুজন সহসভাপতি ও তিনজন সদস্যসহ মোট ছয়টি পদে এগিয়ে থাকে। কিন্তু ভোট গণনা শেষ হওয়ার পর আওয়ামীপন্থী সম্পাদক প্রার্থী আব্দুন নূর দুলাল ভোট পুনর্গণনার জন্য একটি আবেদন দিয়ে এসে নির্বাচন কমিশনের আহ্বায়ককে চাপ সৃষ্টি করেন। ফলে নির্বাচন কমিশনের আহ্বায়ক পদত্যাগ করেন। এ জন্য দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা বন্ধ থাকে। পরে ফলাফল ঘোষণা করে আওয়ামী লীগ-সমর্থিত সম্পাদক পদপ্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ নিয়েই হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত