নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন ৬ মামলায় পৃথক পৃথক আদেশে জামিন দেন।
একই সঙ্গে পৃথক আরও তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৬ মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করায় মির্জা আব্বাস মুক্তি পাচ্ছেন না।
আদালত সূত্রে জানা গেছে, পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ৪ মামলা ও রমনা থানার দুই মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। অন্যদিকে পল্টন থানার দুই মামলায় ও রমনা থানার এক মামলায় জামিন নামঞ্জুর করা হয়েছে।
গত রোববার ৯ মামলায় জামিন আবেদন করার পর আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার আদালত তাঁকে ৯ মামলায় গ্রেপ্তার দেখান।
মির্জা আব্বাসকে গত ১ নভেম্বর এক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় বেশ কয়েকটি মামলা হয়। কমপক্ষে ১১টি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়। এর মধ্যে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি ৯টিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার না দেখানোতে তাঁর জামিনের আবেদন শুনানি করা এত দিন সম্ভব হয়নি। ঢাকায় রেলওয়ে থানায় দায়ের করা একটি মামলায়ও মির্জা আব্বাসের নাম রয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় এসব মামলা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন ৬ মামলায় পৃথক পৃথক আদেশে জামিন দেন।
একই সঙ্গে পৃথক আরও তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৬ মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করায় মির্জা আব্বাস মুক্তি পাচ্ছেন না।
আদালত সূত্রে জানা গেছে, পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ৪ মামলা ও রমনা থানার দুই মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। অন্যদিকে পল্টন থানার দুই মামলায় ও রমনা থানার এক মামলায় জামিন নামঞ্জুর করা হয়েছে।
গত রোববার ৯ মামলায় জামিন আবেদন করার পর আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার আদালত তাঁকে ৯ মামলায় গ্রেপ্তার দেখান।
মির্জা আব্বাসকে গত ১ নভেম্বর এক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় বেশ কয়েকটি মামলা হয়। কমপক্ষে ১১টি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়। এর মধ্যে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি ৯টিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার না দেখানোতে তাঁর জামিনের আবেদন শুনানি করা এত দিন সম্ভব হয়নি। ঢাকায় রেলওয়ে থানায় দায়ের করা একটি মামলায়ও মির্জা আব্বাসের নাম রয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় এসব মামলা হয়।
নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
৪১ মিনিট আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ কর্মীদের জামিন করানোর অভিযোগে ভয়ভীতি ও হুমকির মুখে আত্মগোপনে রয়েছেন হাফিজুর রহমান নামে এক ছাত্রদল নেতা।
১ ঘণ্টা আগে