Ajker Patrika

গজারিয়ায় লকডাউনে পুলিশের কঠোর নজরদারি

প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)
Thumbnail image

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে আবারও শুরু হয়েছে কঠোর লকডাউন। সরকার ঘোষিত ১৪ দিনব্যাপী লকডাউন কার্যকর করতে প্রথম দিনে গজারিয়ায় উপজেলার স্থানীয় প্রশাসনের মাঝে ব্যাপক তৎপর দেখা গিয়েছে।

সকাল থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে লকডাউন কার্যকরে মাঠে সার্বক্ষণিক নজরদারি করছে সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকারী টিম।

গজারিয়া মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পুলিশের অবস্থান দেখা গেছে। সেনাবাহিনীর টহল এবং মোবাইল কোর্ট পরিচালনাকারী টিমের নজরদারির ফলে সাধারণ মানুষের রাস্তাঘাটে উপস্থিতি কম ছিল।

সরকারি নির্দেশনা অনুযায়ী চলমান লকডাউনে গজারিয়া জরুরি সেবা ব্যতীত সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান, দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় সকল প্রকার গণপরিবহন বন্ধ রয়েছে। জনসাধারণের নিরাপত্তা বিধানে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা পুলিশ ও ভবেরচর হাইওয়ে পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে।

লকডাউন কার্যকর করতে প্রশাসন ছিল সক্রিয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ ছাড়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. কামাল উদ্দীনের নেতৃত্বে হাইওয়েতে ছিল চেকপোস্ট।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠ পর্যায়ে লকডাউন কার্যকর করতে নানা পদক্ষেপ নিয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত