Ajker Patrika

নিউমার্কেটে অগ্নিকাণ্ড: ৪৩ পুলিশ সদস্যকে পুরস্কৃত করল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মে ২০২৩, ১৫: ৪৫
নিউমার্কেটে অগ্নিকাণ্ড: ৪৩ পুলিশ সদস্যকে পুরস্কৃত করল ডিএমপি

রাজধানীর নিউ সুপার মার্কেটে গত ১৫ এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনায় সাহসিকতা ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ৪৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুরস্কার পাওয়া পুলিশ সদস্যের ৩৬ জন পিএমও (পূর্ব) বিভাগ ও রমনা বিভাগের, ডিএমপি মিডিয়া বিভাগের হলেন ৭ জন।

আজ মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

নিউমার্কেট থানাধীন নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের দিন নিয়োজিত পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে ব্যবসায়ীদের মালামাল সরাতে সহযোগিতা করেন। তাঁদের এই সাহসিক ও মানবিক কাজের বিভিন্ন চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এবং জাতীয় পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রচার পায়। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাবমূর্তি ব্যাপকভাবে উজ্জ্বল হয় বলে মনে করে ডিএমপি। পুলিশ সদস্যদের এমন সাহসিক ও মানবিক কাজের জন্য পুরস্কৃত করা হয়। 

পিএমও (পূর্ব) বিভাগের ৩৬ জন্য সদস্য হলেন—এএসআই মো. হোসেন, কনস্টেবল পরান সরকার, আবেদুর রহমান, গোলাপ, কাকন, শান্ত, মো. সজীব, উজ্জ্বল কুমার বর্মণ, রাকিব, খালিদ, মো. গোলাম মোস্তফা, মো. সজীব, অনিক বড়ুয়া, মো. মেহেদী হাসান, এইচ এম আ. কাইয়ুম, মো. শামীম হোসেন, মো. ইমামুস সুলতান, মো. রাসেল আহমেদ, সাইফুল ইসলাম সৈকত, মো. নোমান, মো. ফাহিম হোসেন, সঞ্জয় চন্দ্র বর্মণ, মো. তুষার আর্থী, রাজু আহমেদ রাজ, মো. শাহীন, মো. সাকিব, মো. জাহিরুল, মো. মাহমুদুল, মো. নাঈম, মো. মিজান, মো. বোরহান, মো. আকিবুল, মাসুদ রানা, মো. আমির হোসেন, মো. মিলন ও মো. মামুন। 

ডিএমপি মিডিয়া বিভাগের ৭ জন হলেন—এএসআই মো. মুশফিকুর রহমান, কনস্টেবল মো. আবুল কালাম আজাদ, মো. আদনান খান, বরুণ কুমার রায়, মো. আবেদ মিয়া, মো. রাসেল আহমেদ ও মো. মনিরুজ্জামান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বলেন, ‘১৯৭১ সাল থেকে বাংলাদেশ পুলিশ বাংলাদেশের জনগণের পাশে ছিলাম এবং আমরা থাকব। দেশের নানা ঘটনায় বাংলাদেশ পুলিশ দেশমাতৃকার টানে পালিয়ে যায় না।’

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘নিউমার্কেটের ঘটনায় পুলিশ সদস্যরা প্রমাণ দিয়েছেন পুলিশ সময়মতো ক্লিক করতে জানে। আমরা আমাদের পেশাদারিত্বের পরিচয় দিতে পেরেছি।’

অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ড. খন্দকার মহিদ উদ্দিন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘এই পুরস্কার ভবিষ্যতে পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের কর্মস্পৃহা ও মনোবল আরও বেশি বৃদ্ধি করবে। পুলিশ সদস্যদের অপেশাদার আচরণ থেকে নিজেদের সংযত রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত