প্রতিনিধি
বরিশাল: ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ পদে সদ্য পদায়ন হওয়া অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদের যোগদান ঠেকাতে কলেজের গেট বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। গত রোববার থেকে কলেজের মসজিদ গেট, শহীদ মিনার গেট এবং ফার্স্ট গেট আটকে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে শতাধিক নেতাকর্মী। এতে কলেজে জরুরি কাজে আসা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরাও ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার বিএম কলেজে উপাধ্যক্ষ হিসেবে ড. এ এস কাইয়ুম উদ্দিনের পদায়ন হয়। রোববার তিনি যোগদানের চেষ্টা করলেও ছাত্রলীগের বাধার মুখে ফিরে যান।
ছাত্রলীগের দাবি, অধ্যাপক কাইয়ুম দুর্নীতিবাজ। তাঁর যোগদান প্রতিহত করার ঘোষণা দিয়ে রোববারই প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।
আজ চার দিন ধরে কলেজের প্রশাসনিক ভবন ও কলেজ অধ্যক্ষর বাস ভবনের সামনে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা অডিটোরিয়াম খুলেও দখল করে রেখেছে। কলেজের প্রশাসনিক ভবনে জরুরি কাজে আসা এক শিক্ষার্থী বলেন, কলেজে সার্টিফিকেটের বিষয়ে জানতে এসেছেন। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।
কলেজ ক্যাম্পাসে সোনালী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে এসে ভোগান্তিতে পড়া একাধিক ব্যক্তি জানান, কলেজের সব গেট বন্ধ করে দেওয়ায় বিদ্যুৎ বিল দিতে এসে তাঁরা বিপাকে পড়েছে। কলেজ গেট কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলেও কেউ জবাব দেয়নি।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি চেষ্টা করেও কলেজে যোগদান করতে যেতে পারেননি। একদল ছাত্রনেতা একটি মহলের ইন্ধনে এমনটি করছে। কলেজের শিক্ষক পরিষদের কতিপয় নেতাও এর সঙ্গে জড়িত। আরও অপেক্ষা করে তিনি বিষয়টি মন্ত্রণালয়কে জানাবেন।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, তিনি অধ্যাপক কাইয়ুমকে যোগদানের জন্য কলেজে আসতে বলেছেন। কিন্তু তিনি এখনো আসেননি। অধ্যক্ষ বলেন, গেট বন্ধ করে একদল ছাত্র আন্দোলন করছে।
বরিশাল: ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ পদে সদ্য পদায়ন হওয়া অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদের যোগদান ঠেকাতে কলেজের গেট বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। গত রোববার থেকে কলেজের মসজিদ গেট, শহীদ মিনার গেট এবং ফার্স্ট গেট আটকে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে শতাধিক নেতাকর্মী। এতে কলেজে জরুরি কাজে আসা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরাও ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার বিএম কলেজে উপাধ্যক্ষ হিসেবে ড. এ এস কাইয়ুম উদ্দিনের পদায়ন হয়। রোববার তিনি যোগদানের চেষ্টা করলেও ছাত্রলীগের বাধার মুখে ফিরে যান।
ছাত্রলীগের দাবি, অধ্যাপক কাইয়ুম দুর্নীতিবাজ। তাঁর যোগদান প্রতিহত করার ঘোষণা দিয়ে রোববারই প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।
আজ চার দিন ধরে কলেজের প্রশাসনিক ভবন ও কলেজ অধ্যক্ষর বাস ভবনের সামনে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা অডিটোরিয়াম খুলেও দখল করে রেখেছে। কলেজের প্রশাসনিক ভবনে জরুরি কাজে আসা এক শিক্ষার্থী বলেন, কলেজে সার্টিফিকেটের বিষয়ে জানতে এসেছেন। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।
কলেজ ক্যাম্পাসে সোনালী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে এসে ভোগান্তিতে পড়া একাধিক ব্যক্তি জানান, কলেজের সব গেট বন্ধ করে দেওয়ায় বিদ্যুৎ বিল দিতে এসে তাঁরা বিপাকে পড়েছে। কলেজ গেট কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলেও কেউ জবাব দেয়নি।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি চেষ্টা করেও কলেজে যোগদান করতে যেতে পারেননি। একদল ছাত্রনেতা একটি মহলের ইন্ধনে এমনটি করছে। কলেজের শিক্ষক পরিষদের কতিপয় নেতাও এর সঙ্গে জড়িত। আরও অপেক্ষা করে তিনি বিষয়টি মন্ত্রণালয়কে জানাবেন।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, তিনি অধ্যাপক কাইয়ুমকে যোগদানের জন্য কলেজে আসতে বলেছেন। কিন্তু তিনি এখনো আসেননি। অধ্যক্ষ বলেন, গেট বন্ধ করে একদল ছাত্র আন্দোলন করছে।
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
৯ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
২৫ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
৩২ মিনিট আগে