Ajker Patrika

কিশোরগঞ্জের ভৈরবের যুবলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবের যুবলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

কিশোরগঞ্জের ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকতকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার কালিকাপ্রসাদে ওয়ার্ড যুবলীগের সম্মেলনে জ্যেষ্ঠ নেতাদের সামনে হামলা এবং ভৈরব বাজারের টিনপট্টিতে ইউপি চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানের ভাঙচুর ও লুটপাটে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে এই অব্যাহতি দেওয়া হয়। 

আজ বুধবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভৈরব উপজেলা শাখার আহ্বায়ক অলিউল ইসলাম অলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অরুন আল আজাদ, মো. ইকবাল হোসেন ও আরমান উল্লাহসহ পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমনের স্বাক্ষর রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত রোববার উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সম্মেলনে যাওয়ার সময় গাড়িতে বসা নিয়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন সৈকতের সঙ্গে ছোট লিমন নামের এক যুবলীগ কর্মীর তর্কবিতর্ক হয়। পরে রাত ৮টার দিকে মিরারচর এলাকায় স্থানীয় যুবলীগের সম্মেলন চলাকালীন সময়ে হামলার ঘটনা ঘটে। এ সময় আল আমিন সৈকতের সমর্থক ও লিমনের সমর্থকদের মাঝে মারামারির ঘটনা ঘটে। 

এতে আল আমিন সৈকতসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। এ ঘটনায় কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান লিটন মিয়ার ইন্ধন ছিল অভিযোগ ওঠে। এমন অভিযোগের ভিত্তিতে রাতেই আল আমিন সৈকতের সমর্থকদের বিরুদ্ধে ভৈরব বাজার টিনপট্টিতে লিটন মিয়ার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ ওঠে। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর বাড়িতেও হামলার ঘটনা ঘটে। 

এসব হামলার প্রতিবাদে পরদিন সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান লিটন মিয়ার নিজ এলাকা ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদে সড়ক অবরোধ করে উত্তেজিত এলাকাবাসী। একই সঙ্গে পৌর যুবলীগ নেতা আল আমিন সৈকতের বিচার ও দলীয় পদ থেকে অব্যাহতির দাবি জানান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা সেখানে গিয়ে যুবলীগ নেতা আল আমিন সৈকতের সুষ্ঠু বিচার ও দলীয় পদ থেকে বহিষ্কারের আশ্বাস দিলে দুই ঘণ্টার পর অবরোধ তুলে নেয় উত্তেজিত জনতা। 

এ প্রসঙ্গে জানতে চাইলে যুবলীগ নেতা ও কাউন্সিলর আল আমিন সৈকত বলেন, ‘আমি আমাদের এমপি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভাইসহ দলীয় নেতাদের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। এতে আমার কোনো কষ্ট নেই।’ 

তিনি আরও বলেন, ‘দলীয় সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত