Ajker Patrika

২ বছর আগে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ভাবিকে খুন, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসামি মাসুদ হাওলাদার। ছবি: সংগৃহীত
আসামি মাসুদ হাওলাদার। ছবি: সংগৃহীত

‎রাজধানীর কমলাপুরে প্রকাশ্যে ভাবিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি মাসুদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। দুই বছর আগে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে শরীয়তপুর থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বলেন, গত ৬ এপ্রিল বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর দক্ষিণ কমলাপুরের কবরস্থান গলিতে পারিবারিক শত্রুতার জের ধরে নিজ বড় ভাইয়ের স্ত্রীকে পরিকল্পিতভাবে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ‎গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে র‍্যাব-৮ এর একটি দলকে তথ্য দেওয়া হয়। পরে র‍্যাব-৩ এর তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮ ও পুলিশের একটি দল শরীয়তপুর জেলার পালং থানার ১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকা থেকে ভোর সাড়ে ৩টার দিকে মাসুদ হাওলাদারকে গ্রেপ্তার করে। ‎

মাসুদ হাওলাদারের বরাতে র‍্যাব জানিয়েছে, দুই বছর আগে পারিবারিক ছোট-খাটো বিষয় নিয়ে বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া-বিবাদ হয়েছিল। পরে আর কোনো ঝগড়া-বিবাদ হয়নি। হত্যাকাণ্ডের বিষয়টি এলাকায় জানাজানির পর আত্মগোপনে যান তিনি। ‎

তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত