অনলাইন ডেস্ক
বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরত-এ-খুদার ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানবিষয়ক সেমিনার আয়োজন করছে বাংলা একাডেমি। আগামী রোববার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সভা আয়োজিত হবে।
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড. মুহম্মদ কুদরত-এ-খুদা: একজন আলো দেখানো মানুষ’ শিরোনামে আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন বিজ্ঞানবক্তা আসিফ। আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়া। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ আয়োজনের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
আরও বলা হয়েছে—বিজ্ঞান সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো নিবন্ধন ছাড়াই সরাসরি এ আয়োজন উপভোগ করা যাবে। পাশাপাশি বাংলা একাডেমির ফেসবুক পেজ থেকে সেমিনারটি সরাসরি সম্প্রচার করা হবে।
বিজ্ঞানী কুদরত-এ-খুদা বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ। ১৯০০ সালের ১ ডিসেম্বর তাঁর জন্ম। তিনি পাটের মণ্ড থেকে পারটেক্স তৈরিতে অবদান রাখার পাশাপাশি, সমুদ্রের পানি থেকে দেশেই ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও ম্যাগনেশিয়াম সালফেটের মতো লবণের বাণিজ্যিক উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখেন।
এসব লবণ বিভিন্ন গবেষণায় প্রচুর ব্যবহৃত হয়। এ ছাড়াও উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞানসহ নানা ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৭৬ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৭৭ সালের ৩ নভেম্বর এই বিজ্ঞানীর মৃত্যু হয়।
বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরত-এ-খুদার ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানবিষয়ক সেমিনার আয়োজন করছে বাংলা একাডেমি। আগামী রোববার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সভা আয়োজিত হবে।
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড. মুহম্মদ কুদরত-এ-খুদা: একজন আলো দেখানো মানুষ’ শিরোনামে আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন বিজ্ঞানবক্তা আসিফ। আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়া। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ আয়োজনের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
আরও বলা হয়েছে—বিজ্ঞান সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো নিবন্ধন ছাড়াই সরাসরি এ আয়োজন উপভোগ করা যাবে। পাশাপাশি বাংলা একাডেমির ফেসবুক পেজ থেকে সেমিনারটি সরাসরি সম্প্রচার করা হবে।
বিজ্ঞানী কুদরত-এ-খুদা বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ। ১৯০০ সালের ১ ডিসেম্বর তাঁর জন্ম। তিনি পাটের মণ্ড থেকে পারটেক্স তৈরিতে অবদান রাখার পাশাপাশি, সমুদ্রের পানি থেকে দেশেই ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও ম্যাগনেশিয়াম সালফেটের মতো লবণের বাণিজ্যিক উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখেন।
এসব লবণ বিভিন্ন গবেষণায় প্রচুর ব্যবহৃত হয়। এ ছাড়াও উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞানসহ নানা ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৭৬ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৭৭ সালের ৩ নভেম্বর এই বিজ্ঞানীর মৃত্যু হয়।
রাজধানীর শ্যামপুরে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে শ্যামপুর থানার রাত্রিকালীন টহল ও স্পেশাল ডিউটি টিম এই অভিযান চালায়।
১ মিনিট আগেময়মনসিংহের ভালুকা উপজেলায় আকরাম হোসেন (৩৬) নামের এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মামারিশপুর গ্রামে একটি সবজিখেতে লাশটি পাওয়া যায়।
৩ মিনিট আগেচট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেলক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদীতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে লজ্জায় আত্মহত্যা করেছেন প্রবাসীর স্ত্রী (৩২)। তাঁর আট বছরের একটি মেয়ে রয়েছে। সেই মেয়েকে নিয়ে স্বামীর ঘরে মা-মেয়ে বসবাস করত। মেয়ের বাবা মালয়েশিয়াপ্রবাসী। মায়ের মৃত্যুর পর আট বছরের মেয়েটির ঠাঁই হয়েছে নানার বাড়িতে।
২০ মিনিট আগে