নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হকার্সদের পেশার রাষ্ট্রীয় স্বীকৃতি, তাঁদের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন, রেশনিং কার্ড চালু করা, গণপরিবহনে হকারদের অবাধে কাজ করার ব্যবস্থা করা, রাজস্ব আদায়ের মাধ্যমে পরিবহন ও ভ্রাম্যমাণ হকার্সদের পুনর্বাসনের ব্যবস্থা করাসহ বেশ কিছু দাবি তুলছে বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরাম।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক হকার্স দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তাঁরা এসব দাবি তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের অনেকেই শিক্ষিত। এ দেশে অনেকেই বেকার থাকছেন, কিন্তু নিজেদের উদ্যোগে কাজ করছি। আমাদের মধ্যে অনেকেই আছে পড়ালেখা করেও চাকরি না পেয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করে হকার্স হয়েছে। আমরা জীবিকার তাগিদে হকার্স হয়েছি, অথচ আমাদের এই পেশার কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না।’
হকার্স মাহফুজুর রহমান বলেন, ‘আমরা চুরি বা ডাকাতি করি না। আমি উচ্চমাধ্যমিক পাস করে এসেছি একটি স্বাধীন পেশায়। আমার পেশার স্বীকৃতি নাই। আমরা শরীরের ঘাম পায়ে ফেলে রুটি রোজগারের জন্য কাজ করি। আজকে আমরা পেশার স্বীকৃতি পাচ্ছি না।’
বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি ইউসুফ আলী সিকদার বলেন, ‘আমাদের কোনো পরিচয় নেই। আমরা নানা বৈষম্যের শিকার। হকারদের জন্য একটি নীতিমালা প্রণয়ন আমাদের প্রাণের দাবি। রাষ্ট্রীয়ভাবে হকার্স দিবস ঘোষণা করতে হবে। পাশাপাশি আমাদের বিনা সুদে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রতি গাড়িতে হকার্সদের জন্য একটি করে সিট দেওয়া হোক এবং প্রতিবন্ধীদের বিনা জামানাতে একটি করে দোকান দেওয়া হোক।’
সংগঠনের দপ্তর সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘দেশে পরিবহন ও ভ্রাম্যমাণ হকার্স রয়েছেন ১০ লাখ। আমাদের পরিচয় নেই বলে করোনার সময় কোনো সহযোগিতা পাইনি, অথচ সব ব্যবসায়ী সহযোগিতা পেয়েছেন। পরিচয় থাকলে আমরা সরকারকে কর দিতে পারতাম। সরকারের উন্নয়নের সহযোগী হতে চাই। সরকার তাতে কয়েক কোটি টাকা পেত।’
সমাবেশে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, কার্যকরী সভাপতি কামাল সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইজুদ্দিন মিয়া, সহসভাপতি আরিফ চৌধুরী, প্রচার সম্পাদক এম এ খায়ের, কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম, খায়রুল বাশারসহ বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
হকার্সদের পেশার রাষ্ট্রীয় স্বীকৃতি, তাঁদের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন, রেশনিং কার্ড চালু করা, গণপরিবহনে হকারদের অবাধে কাজ করার ব্যবস্থা করা, রাজস্ব আদায়ের মাধ্যমে পরিবহন ও ভ্রাম্যমাণ হকার্সদের পুনর্বাসনের ব্যবস্থা করাসহ বেশ কিছু দাবি তুলছে বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরাম।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক হকার্স দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তাঁরা এসব দাবি তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের অনেকেই শিক্ষিত। এ দেশে অনেকেই বেকার থাকছেন, কিন্তু নিজেদের উদ্যোগে কাজ করছি। আমাদের মধ্যে অনেকেই আছে পড়ালেখা করেও চাকরি না পেয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করে হকার্স হয়েছে। আমরা জীবিকার তাগিদে হকার্স হয়েছি, অথচ আমাদের এই পেশার কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না।’
হকার্স মাহফুজুর রহমান বলেন, ‘আমরা চুরি বা ডাকাতি করি না। আমি উচ্চমাধ্যমিক পাস করে এসেছি একটি স্বাধীন পেশায়। আমার পেশার স্বীকৃতি নাই। আমরা শরীরের ঘাম পায়ে ফেলে রুটি রোজগারের জন্য কাজ করি। আজকে আমরা পেশার স্বীকৃতি পাচ্ছি না।’
বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি ইউসুফ আলী সিকদার বলেন, ‘আমাদের কোনো পরিচয় নেই। আমরা নানা বৈষম্যের শিকার। হকারদের জন্য একটি নীতিমালা প্রণয়ন আমাদের প্রাণের দাবি। রাষ্ট্রীয়ভাবে হকার্স দিবস ঘোষণা করতে হবে। পাশাপাশি আমাদের বিনা সুদে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রতি গাড়িতে হকার্সদের জন্য একটি করে সিট দেওয়া হোক এবং প্রতিবন্ধীদের বিনা জামানাতে একটি করে দোকান দেওয়া হোক।’
সংগঠনের দপ্তর সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘দেশে পরিবহন ও ভ্রাম্যমাণ হকার্স রয়েছেন ১০ লাখ। আমাদের পরিচয় নেই বলে করোনার সময় কোনো সহযোগিতা পাইনি, অথচ সব ব্যবসায়ী সহযোগিতা পেয়েছেন। পরিচয় থাকলে আমরা সরকারকে কর দিতে পারতাম। সরকারের উন্নয়নের সহযোগী হতে চাই। সরকার তাতে কয়েক কোটি টাকা পেত।’
সমাবেশে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, কার্যকরী সভাপতি কামাল সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইজুদ্দিন মিয়া, সহসভাপতি আরিফ চৌধুরী, প্রচার সম্পাদক এম এ খায়ের, কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম, খায়রুল বাশারসহ বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৪৪ মিনিট আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে