Ajker Patrika

রাজবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল শ্বশুর ও পুত্রবধূর

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৫২
রাজবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল শ্বশুর ও পুত্রবধূর

রাজবাড়ীতে বাসচাপায় অটোরিকশার যাত্রী শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কালুখালী উপজেলার লস্করদিয়া গ্রামের জাবেদ আলী (৭০) ও তাঁর পুত্রবধূ খালেদা আক্তার (৩৫)। এ ঘটনায় আটোচালকসহ আরও এক যাত্রী আহত হয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। 

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এএসআই) মো. বাদশা মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এএসআই জানান, খালেদা তাঁর শ্বশুরকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। অটোরিকশাটি বাগমারা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা রাবেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খালেদা আক্তার মারা যান। 

খালেদা অক্তারের শ্বশুর জাবেদ আলীসহ অটোরিকশার তিনজনকে আহতাবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। জাবেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এএসআই বাদশা মিয়া আরও জানান, ঘটনার পরপরই রাবেয়া পরিবহনের বাসটি পালিয়ে যায়। সেটিকে ধরতে চেষ্টা চলছে। খালেদা আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জাবেদ আলীর মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত