Ajker Patrika

শিক্ষামন্ত্রীর ফোনে ৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন নিয়োগপ্রত্যাশী শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৭: ৩৫
শিক্ষামন্ত্রীর ফোনে ৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন নিয়োগপ্রত্যাশী শিক্ষকেরা

নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে বেলা ১১টা থেকে শাহবাগ সড়ক অবরোধ করে রেখেছিলেন নিয়োগ প্রত্যাশীরা। শিক্ষামন্ত্রী দীপু মনির ফোনে আশ্বাস পেয়ে বিকেল চারটার দিকে সড়কে অবস্থান তুলে নিয়ে শাহবাগ পাবলিক লাইব্রেরীর সামনে শান্তিপূর্ণ অবস্থান করছেন তারা। তারপর থেকে শাহবাগ-মৎস্য ভবন অভিমুখী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সনদধারীরা বেসরকারি স্কুলের শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসিএ) জন্য নিবন্ধিতরা প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। শাহবাগ মোড় থেকে ঢাকার সব সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সড়কে নামা যাত্রীরা।

বিকেল সাড়ে তিনটার দিকে ডিসি রমনা মো. শহিদুল্লাহ অবস্থানকারীদের সঙ্গে কথা বলেন। তাদের থেকে তিনজন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলার জন্য নির্বাচিত করেন। প্রতিনিধিরা হলেন আমির হোসেন, জি এম ইয়াসিন ও ওমর ফারুক।

শিক্ষামন্ত্রীর ফোনে ৫ ঘণ্টা পর সড়ক ছাড়ল শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা। শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ফোনে কথা বলেন জি এম ইয়াসিন। কথা বলার পরে সাময়িকভাবে অবস্থান থেকে সরে যান অবস্থানকারীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর জি এম ইয়াসিন বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর আমরা সাময়িক অবস্থান তুলে নিয়েছি। তিনি আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। শিগগিরী এক দিন সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। আমরা তাঁর কথায় আশ্বস্ত হয়েছি।

অবরোধ তুলে নেওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি রমনা মো. শহিদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ প্রত্যাশীদের যোগাযোগ করিয়ে দিয়েছি। তারা মুঠোফোনে কথা বলে আশ্বস্ত হয়ে রাস্তা ছেড়েছে ৷ এখন এই সড়কে যানচলাচল স্বাভাবিক আছে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে অবস্থানকারীদের ওপর পুলিশ মৃদু লাঠিচার্জ করে ৷ এতে অবস্থানকারীদের মধ্যে অন্তত পাঁচ আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অবস্থানকারীরা। এ ছাড়া আন্দোলনের নেতৃস্থানীয় তিনজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের থেকে তাদের ছিনিয়ে আনার ঘটনা ঘটেছে।

অবস্থানকারীদের ওপর পুলিশ মৃদু লাঠিচার্জ করে ৷ এতে অবস্থানকারীদের মধ্যে অন্তত পাঁচ আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অবস্থানকারীরা। পুলিশি অ্যাকশনের অভিযোগে তুলে নিয়োগ প্রত্যাশীদের একজন নাজমা আক্তার বলেন, আমাদের অনেকের ওপরেই সকালে পুলিশ লাঠিচার্জ করেছে। তারা নারী-পুরুষ কিছুই দেখেনি ৷ নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন তারা।

তবে লাঠিচার্জের বিষয়ে অস্বীকার করা হয়েছে শাহবাগ থানার পক্ষ থেকে।

গত ২০০ দিন থেকে প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব নিয়োগ প্রত্যাশীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত