Ajker Patrika

পদ্মা সেতুতে ১৫ ঘণ্টায় দেড় কোটি টাকার টোল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

যানবাহন চলাচলের জন্য আজ রোববার সকাল ৬টা থেকে পদ্মা সেতু খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই মাওয়া ও জাজিরা টোল প্লাজার সামনে যানবাহনের চাপ ছিল। সেতুতে যানবাহন চলাচল শুরুর প্রথম দিন ১৫ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।

আজ রোববার রাতে টোলের এ তথ্য জানিয়েছেন সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেন।

তোফাজ্জেল হোসেন বলেন, ‘সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।’

এদিকে পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে পদ্মা সেতু চালুর পর প্রতিদিন সেতু দিয়ে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। এর মধ্যে ট্রাক পারাপার হবে ১০ হাজার ২৪৪টি। বাস ও হালকা যানবাহন পারাপার হবে সাড়ে ১৩ হাজারের বেশি। সমীক্ষা অনুযায়ী যানবাহনের এই সংখ্যা ২০২৫ সালের দিকে বেড়ে যাবে, তখন সেতু দিয়ে যানবাহন চলাচলের সংখ্যা দাঁড়াবে দৈনিক ৪১ হাজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত