Ajker Patrika

পদ্মা সেতু রেলওয়ে প্রজেক্টের চুরি হওয়া মালামালসহ গ্রেপ্তার ২ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
পদ্মা সেতু রেলওয়ে প্রজেক্টের চুরি হওয়া মালামালসহ গ্রেপ্তার ২ 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পদ্মা সেতু রেলওয়ে প্রজেক্টের চুরি হওয়া মালামালসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা মালামালের ওজন প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রোববার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের পাইনারচর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাইনারচর গ্রামের আ. রবের ছেলে মাহাবুর হোসেন (২৭), মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. মাহাবুল (২২)।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, পদ্মা সেতু রেলওয়ে প্রজেক্টের বিভিন্ন ধরনের প্রায় ২০ কেজি ওজনের চোরাই মালামালসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও দুই ব্যক্তি রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘জব্দ করা মালামালের দাম হবে প্রায় ৯ লাখ টাকার মতো। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত