Ajker Patrika

গাজীপুরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
Thumbnail image

গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার দুপুরে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে তাঁদের কারখানার সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। 

এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। 

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, মহানগরীর জিরানী এলাকা রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা শ্রমিকেরা গত সপ্তাহের প্রথম দিকে হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাওয়া দাওয়া নিয়ে বিক্ষোভ করে। তখন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে শ্রমিকেরা অভিযোগ করে। 

যার কারণে সেই সব দাবি নিয়ে সোমবার দুপুরে টিফিনের বিরতির সময় শ্রমিকেরা কারখানার ফিরে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা কারখানার সামনে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। 

এতে বেলা ১টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে জিরানী বাজার এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। 

কারখানার শ্রমিক আব্দুল মোমিন বলেন, গত সপ্তাহে কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। তাই এবার যতক্ষণ না তাদের মালিক কারখানায় এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। বারবার আশ্বাস দিয়ে তারা কথা রাখছে না। চন্দ্রা-নবীনগর সড়কে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকাজিরানী বাজার এলাকার ব্যবসায়ী এনামুল ইসলাম বলেন, বেশ কিছু দিন ধরে শ্রমিকেরা দাবি দাওয়া নিয়ে সড়কটি অবরোধ করে রাখছে। এতে সাধারণ মানুষ ও নিয়মিত যারা এই সড়কে চলাচল করে তাদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। কিছু হলেই সড়ক অবরোধের প্রতিকার হওয়া উচিত। যাতে অযথা কারণে সড়ক অবরোধ করতে না পারে। 

গাজীপুর শিল্প পুলিশ-এর বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার দীপক কুমার মজুমদার বলেন, শ্রমিকেরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বেলা ১টার দিকে আন্দোলন শুরু করেন। পরে তাঁরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। বিকেল সাড়ে ৪টার দিকে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানা ভেতরে নেওয়া হয়। 

পরে তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত