নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘যে অসৎ, সে সত্য কথা বলতে ভয় পায়। অন্যায় কাজ করলে সাহস থাকে না। আমাদের ভেতর দেশপ্রেম জাগাতে হবে। সাহস নিয়ে সত্য বলতে হবে। প্রীতিলতা, বেগম রোকেয়ার কথা চিন্তা করতে হবে।’
নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভাষাসৈনিক মমতাজ বেগম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আজ রোববার দুপুরে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
আইভী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আগে নারীর লেখাপড়া করা, প্রতিবাদী হওয়া সহজ ব্যাপার ছিল না। এখনো আমরা প্রতিবাদ করতে ভয় পাই। অথচ সেই সময়ে নিজের সবকিছু বিসর্জন দিয়ে মমতাজ বেগম তার দেশপ্রেম দেখিয়েছেন। আমাদের সমাজে নারীদের অনেক বাধা-বিপত্তি রয়েছে। কিন্তু তোমরা মমতাজ বেগমের কথা চিন্তা করবে, মাথায় রাখবে নারায়ণগঞ্জে আইভী আছে তোমাদের পাশে।’
মেয়র বলেন, ‘কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু কেউ রাজনীতিবিদ হতে চায় না। কারণ রাজনীতিবিদদের নিয়ে একটি নেতিবাচক আলোচনা আছে। তাই তোমাদের চিন্তা-ভাবনাও পরিবর্তন করতে হবে। নারীরা যেখানে গিয়েছে, সেটা হোক রাষ্ট্রপ্রধান বা ঝাড়ুদার, সব জায়গায় নিজ মেধা ও বুদ্ধি দিয়ে স্ব স্ব অবদান রেখেছে। পুরুষশাসিত সমাজে পুরুষের মাঝখানে থেকে প্রতিযোগিতা করে এগোতে হয়। আমরা আমাদের বাবা, ভাই, সন্তানদের হাত ধরে এগিয়ে যাচ্ছি। পুরুষেরা আমাদের থেকে বিচ্ছিন্ন কেউ নয়। তাদের পাশে নিয়েই আমাদের হাঁটতে হবে। আমাদের পথটা তাদেরই করে দিতে হবে।’
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক কবির ইউ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ভাষাসৈনিক মমতাজ বেগমের নাতনি ডা. ফারজানা ইসলাম রূপা, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক মমতাজ বেগম ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বিশেষ অবদান রেখেছিলেন। এ জন্য তিনি ২০১২ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘যে অসৎ, সে সত্য কথা বলতে ভয় পায়। অন্যায় কাজ করলে সাহস থাকে না। আমাদের ভেতর দেশপ্রেম জাগাতে হবে। সাহস নিয়ে সত্য বলতে হবে। প্রীতিলতা, বেগম রোকেয়ার কথা চিন্তা করতে হবে।’
নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভাষাসৈনিক মমতাজ বেগম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আজ রোববার দুপুরে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
আইভী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আগে নারীর লেখাপড়া করা, প্রতিবাদী হওয়া সহজ ব্যাপার ছিল না। এখনো আমরা প্রতিবাদ করতে ভয় পাই। অথচ সেই সময়ে নিজের সবকিছু বিসর্জন দিয়ে মমতাজ বেগম তার দেশপ্রেম দেখিয়েছেন। আমাদের সমাজে নারীদের অনেক বাধা-বিপত্তি রয়েছে। কিন্তু তোমরা মমতাজ বেগমের কথা চিন্তা করবে, মাথায় রাখবে নারায়ণগঞ্জে আইভী আছে তোমাদের পাশে।’
মেয়র বলেন, ‘কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু কেউ রাজনীতিবিদ হতে চায় না। কারণ রাজনীতিবিদদের নিয়ে একটি নেতিবাচক আলোচনা আছে। তাই তোমাদের চিন্তা-ভাবনাও পরিবর্তন করতে হবে। নারীরা যেখানে গিয়েছে, সেটা হোক রাষ্ট্রপ্রধান বা ঝাড়ুদার, সব জায়গায় নিজ মেধা ও বুদ্ধি দিয়ে স্ব স্ব অবদান রেখেছে। পুরুষশাসিত সমাজে পুরুষের মাঝখানে থেকে প্রতিযোগিতা করে এগোতে হয়। আমরা আমাদের বাবা, ভাই, সন্তানদের হাত ধরে এগিয়ে যাচ্ছি। পুরুষেরা আমাদের থেকে বিচ্ছিন্ন কেউ নয়। তাদের পাশে নিয়েই আমাদের হাঁটতে হবে। আমাদের পথটা তাদেরই করে দিতে হবে।’
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক কবির ইউ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ভাষাসৈনিক মমতাজ বেগমের নাতনি ডা. ফারজানা ইসলাম রূপা, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক মমতাজ বেগম ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বিশেষ অবদান রেখেছিলেন। এ জন্য তিনি ২০১২ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
১ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
২৫ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
৩৭ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে