Ajker Patrika

হরিরামপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন বিতর্ক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি বিচারপতি নূরুল ইসলাম কলেজে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত মানববন্ধন বিষয়ে শিক্ষক ও কর্মচারীদের নাম ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগ দিয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম হাদিউর রহমান।

অভিযোগপত্রে কলেজ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কলেজের শিক্ষক কর্মচারীর নাম ব্যবহার করায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

অধ্যক্ষ কে এম হাদিউর রহমান বলেন, বিদ্যালয়ের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী এসে ক্লাস থেকে শিক্ষার্থীদের মানববন্ধনে ডেকে নিয়ে যায়। মানববন্ধনে বিদ্যালয়ের অন্য কোনো শিক্ষক বা কর্মচারী ছিল না। মানববন্ধনের ব্যাপারে আগে কর্তৃপক্ষকে জানানো হয়নি।

মানববন্ধনের বিষয়ে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ‘সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের প্রভাষক রতন কুমার দাস একটি কুচক্রী মহলের প্ররোচনায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা এবং বানোয়াট অভিযোগ করে থানায় সাধারণ ডায়েরি করে। আজ সে কিছু ছাত্রদের ফুসলিয়ে কলেজে মানববন্ধনের আয়োজন করে।’ 

মানববন্ধনের বিষয়ে জানতে সহকারী অধ্যাপক রতন কুমার দাসকে বারবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অধ্যক্ষের অভিযোগটি পেয়েছি। অভিযোগটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফরোয়ার্ড করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত