Ajker Patrika

সাংবাদিক ফরিদ রায়হানের বাবা আর নেই

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২০: ১০
সাংবাদিক ফরিদ রায়হানের বাবা আর নেই

দৈনিক আজকের পত্রিকার কিশোরগঞ্জের অষ্টগ্রাম প্রতিনিধি ফরিদ রায়হানের বাবা মো. ছায়েদ আলী (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মো. ছায়েদ আলী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কৃষক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ঠিকাদারি পেশায় নিয়োজিত ছিলেন।

সাংবাদিক ফরিদ রায়হান বাবার মৃত্যুর খবর জানিয়ে বলেন, বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবা ইন্তেকাল করেছেন। তিনি তাঁর বাবার আত্মার শান্তির জন্য সবার দোয়া চেয়েছেন।

ফরিদ রায়হানের বাবার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংবাদিক সমাজ ও কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। সংগঠন দুটির পক্ষ থেকে আহ্বায়ক ও সদস্যসচিব এবং সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত