বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে বাস থেকে স্কুলছাত্রকে লাথি দিয়ে নিচে ফেলে দিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে নিহতের সহপাঠীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে কয়েক ঘণ্টাব্যাপী মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত স্কুলছাত্র পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ও উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা যায়, গত বুধবার রাতে স্কুলছাত্র আতিকুল ইসলাম ও তাঁর সহপাঠীরা নরসিংদী থেকে যাতায়াত পরিবহনের বাসে করে বাড়ি আসে। এ সময় গাড়ির চালক, কন্ট্রাক্টর ও হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ৯টায় বাসটি উপজেলার চরউজিলাবের বারৈচা বাসস্ট্যান্ডে পৌঁছালে গাড়ির ভেতর থেকে আতিকুলকে লাথি দিয়ে ফেলে দেয় গাড়ির কন্ট্রাক্টর ও তাঁর সহকারীরা। অপরদিকে, গাড়ির ড্রাইভার তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরে এলাকাবাসীর সহায়তায় ভৈরব হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করতে সক্ষম হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী নিহত আতিকুলের সহপাঠীরা বলেন, মাত্র ৫ টাকার জন্য ড্রাইভার ও তার সহকারীরা আতিকুলকে বাস থেকে ফেলে দেয় ও গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করে। সিসি টিভির ফুটেজে তার প্রমাণ মিলেছে। আমরা এ হত্যার বিচার দাবি করছি। একই সঙ্গে দুর্ঘটনারোধে বারৈচাতে ট্রাফিক পুলিশ, ফুটওভার স্থাপন, যাত্রীবাহী গাড়ির চালকসহ নিহত আতিকুলের পরিবারের ক্ষতিপূরণের দাবি জানাই।
ঘটনাস্থলে থাকা ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, এ ঘটনায় বেলাব থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। তাই মামলা হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, শিক্ষার্থীদের বেশ কিছু দাবি আছে। সেসব দাবির মধ্যে নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের ব্যাপারে আমি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব। মহাসড়কটি সম্প্রসারিত করার সময় যাতে ওভারব্রিজ করে দেওয়া হয় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর বেলাবতে বাস থেকে স্কুলছাত্রকে লাথি দিয়ে নিচে ফেলে দিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে নিহতের সহপাঠীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে কয়েক ঘণ্টাব্যাপী মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত স্কুলছাত্র পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ও উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা যায়, গত বুধবার রাতে স্কুলছাত্র আতিকুল ইসলাম ও তাঁর সহপাঠীরা নরসিংদী থেকে যাতায়াত পরিবহনের বাসে করে বাড়ি আসে। এ সময় গাড়ির চালক, কন্ট্রাক্টর ও হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ৯টায় বাসটি উপজেলার চরউজিলাবের বারৈচা বাসস্ট্যান্ডে পৌঁছালে গাড়ির ভেতর থেকে আতিকুলকে লাথি দিয়ে ফেলে দেয় গাড়ির কন্ট্রাক্টর ও তাঁর সহকারীরা। অপরদিকে, গাড়ির ড্রাইভার তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরে এলাকাবাসীর সহায়তায় ভৈরব হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করতে সক্ষম হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী নিহত আতিকুলের সহপাঠীরা বলেন, মাত্র ৫ টাকার জন্য ড্রাইভার ও তার সহকারীরা আতিকুলকে বাস থেকে ফেলে দেয় ও গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করে। সিসি টিভির ফুটেজে তার প্রমাণ মিলেছে। আমরা এ হত্যার বিচার দাবি করছি। একই সঙ্গে দুর্ঘটনারোধে বারৈচাতে ট্রাফিক পুলিশ, ফুটওভার স্থাপন, যাত্রীবাহী গাড়ির চালকসহ নিহত আতিকুলের পরিবারের ক্ষতিপূরণের দাবি জানাই।
ঘটনাস্থলে থাকা ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, এ ঘটনায় বেলাব থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। তাই মামলা হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, শিক্ষার্থীদের বেশ কিছু দাবি আছে। সেসব দাবির মধ্যে নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের ব্যাপারে আমি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব। মহাসড়কটি সম্প্রসারিত করার সময় যাতে ওভারব্রিজ করে দেওয়া হয় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের কানাইঘাটের দরিদ্র পরিবারের সন্তান মো. জাহাঙ্গীর আলম। ২০০৯ সালে যোগ দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে। এরপর ‘জাল-জালিয়াতি, বদলি, নিয়োগ-বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে’ ১৭ বছরে তৃতীয় শ্রেণির এই কর্মচারী বাড়ি-গাড়িসহ নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হন।
৪ মিনিট আগেচট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে নারীদের স্বাভাবিক সন্তান প্রসবের প্রবণতা বেড়েছে। গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে সিজারিয়ান সেকশন (‘সিজার’ বলে পরিচিত) অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব ১ হাজার ৫৫২টি বেশি হয়েছে।
৮ মিনিট আগেপ্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানের শুরু থেকে দেশের বৃহত্তম ইফতার মাহফিল চলছে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশনে। প্রায় ৮ হাজার মানুষের ইফতার মাহফিল যেন মিলনমেলায় পরিণত হয়েছে।
১৭ মিনিট আগেশেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকার বনাঞ্চলে শুষ্ক মৌসুম শুরু হতেই প্রায় প্রতিদিন ঘটছে অগ্নিকাণ্ড। মরে যাচ্ছে শাল-গজারি গাছের চারা। বনের কীটপতঙ্গ ও পশুপাখিও মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গুল্মজাতীয় ঔষধি লতাপাতা ও বনের গাছ। এতে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।
১ ঘণ্টা আগে